12/25/2025 এক-এগারোর পর গ্রেফতার, নির্যাতন ও নির্বাসনের দীর্ঘ অধ্যায়
odhikarpatra
২৪ December ২০২৫ ২৩:১২
টঅধিকার পত্র ডটকম–
ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৫:
দীর্ঘ ১৮ বছরের কারাবাস, নির্যাতন ও নির্বাসনের সংগ্রাম পেরিয়ে আগামীকাল জন্মভূমিতে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
২০০৭ সালের এক-এগারোর পর তত্ত্বাবধায়ক সরকারের সময়ে গ্রেফতার, অমানুষিক নির্যাতন ও একের পর এক মামলার বোঝা মাথায় নিয়ে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন তিনি। সেই সময় থেকে প্রবাসে থেকেও দলকে সংগঠিত রাখা, আন্দোলন-সংগ্রামে দিকনির্দেশনা দেওয়া এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইয়ে
গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসেন তারেক রহমান।
বিএনপি সূত্র জানায়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি নিয়মিত ফ্লাইটে যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন তিনি। ফ্লাইটটি যুক্তরাজ্যের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সোয়া ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
ঢাকায় পৌঁছানোর আগে উড়োজাহাজটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এক ঘণ্টার যাত্রাবিরতি করবে। ঢাকায় অবতরণের পরপরই সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার নিরাপত্তা ও প্রটোকল ব্যবস্থা কার্যকর করা হবে।
তারেক রহমানের সঙ্গে একই বিমানে দেশে ফিরছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, দেশে ফিরে তারেক রহমানের প্রথম ও প্রধান অগ্রাধিকার হলো এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তাঁর অসুস্থ মা, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখা। তবে জনসাধারণ ও নেতাকর্মীদের আবেগ-উচ্ছ্বাসের কথা বিবেচনায় নিয়ে রাজধানীর ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’ (৩০০ ফিট) এলাকায় দলের পক্ষ থেকে আয়োজিত সংক্ষিপ্ত গণঅভ্যর্থনা মঞ্চে তিনি অল্প সময়ের জন্য দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাবেন।
এরপর তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন এবং সেখান থেকে গুলশানের ১৯৬ নম্বর বাসভবনে অবস্থান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
দীর্ঘ নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। রাজনৈতিক অঙ্গনেও এ প্রত্যাবর্তনকে গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে দেখা হচ্ছে।