12/25/2025 জুলাইযোদ্ধা তাহরিমা গ্রেফতার: ব্ল্যাকমেইল ও মামলা বাণিজ্যের ভয়ংকর তথ্য সামনে
odhikarpatra
২৫ December ২০২৫ ১৫:১২
ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ব্ল্যাকমেইল, মামলা বাণিজ্য ও সংঘবদ্ধ প্রতারণার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ‘জুলাইযোদ্ধা’ তাহরিমা জান্নাত সুরভীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (রাত) গাজীপুরের টঙ্গীর নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গুলশানের এক ব্যবসায়ীকে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট হত্যা মামলায় জড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ধাপে ধাপে প্রায় আড়াই কোটি টাকা আদায় করা হয়। এই প্রতারণার পেছনে একটি সংঘবদ্ধ চক্র কাজ করছিল, যার নেতৃত্বে ছিলেন তাহরিমা জান্নাত সুরভী।
প্রাথমিক তদন্তে আরও উঠে এসেছে, একই কায়দায় বিভিন্ন ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিকে টার্গেট করে এই চক্রটি ইতোমধ্যে প্রায় ৫০ কোটি টাকা ব্ল্যাকমেইলিং ও চাঁদাবাজির মাধ্যমে হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত বছরের জুলাই–আগস্ট আন্দোলনের সময় গুলশান ও বাড্ডা এলাকায় সংঘটিত একাধিক হত্যা মামলায় নাম জড়িয়ে দেওয়ার ভয় দেখানো হতো। গ্রেপ্তার, পুলিশি হয়রানি ও মামলা থেকে ‘মীমাংসা’ করে দেওয়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে বিপুল অঙ্কের অর্থ আদায় করা হয়।
গ্রেফতার তাহরিমা জান্নাত সুরভী গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের একজন শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল ভিডিও, বিতর্কিত কর্মকাণ্ড ও টার্গেট করা লাইভের মাধ্যমে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।
আইনশৃঙ্খলা বাহিনীর দাবি,
নিজের ভাইরাল পরিচিতি ও প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগকে ব্যবহার করে তিনি প্রথমে আস্থা অর্জন করতেন। এরপর বিভিন্ন ভয়ভীতি ও চাপ প্রয়োগের মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এ ঘটনায় চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।