12/25/2025 তারেক রহমানের সংবর্ধনা ঘিরে আচরণবিধি লঙ্ঘনের শঙ্কা, ইসিকে সতর্ক করল জামায়াত
odhikarpatra
২৫ December ২০২৫ ১৮:৫৩
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে আয়োজিত সংবর্ধনা কর্মসূচিকে কেন্দ্র করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ বিষয়ে নির্বাচন কমিশনকে (ইসি) সতর্ক, নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে দলটি।
বুধবার বিকেলে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, তপশিল ঘোষণার পর আমিরের নির্দেশনায় ৪৮ ঘণ্টার মধ্যেই সারাদেশে জামায়াতের পোস্টার ও ব্যানার সরিয়ে নেওয়া হয়েছে। তবে একই সময়ে অন্যান্য রাজনৈতিক পক্ষের পক্ষ থেকে প্রকাশ্য ও অপ্রকাশ্যভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের ঘটনা চোখে পড়ছে।
জুবায়ের অভিযোগ করেন, শুধু মাঠপর্যায়ে নয়, ডিজিটাল প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমেও আচরণবিধি লঙ্ঘনের প্রবণতা রয়েছে। এসব অনিয়ম দ্রুত বন্ধে নির্বাচন কমিশনের কার্যকর উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ নিশ্চিত করার দাবিও ইসির কাছে তুলে ধরা হয়।
বৈঠকে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের দাবিও জোরালোভাবে উত্থাপন করে জামায়াত। তাদের মতে, সিসি ক্যামেরা স্থাপন করলে সন্ত্রাসী ও অসাধু চক্রের তৎপরতা কমবে এবং ভোটাররা ভয়মুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। এ বিষয়ে নির্বাচন কমিশন ইতিবাচক মনোভাব দেখিয়েছে বলেও জানান জুবায়ের।
সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ তুলে ধরে জামায়াত প্রতিনিধি দল জনমনে আতঙ্ক ও নিরাপত্তাহীনতার কথা উল্লেখ করে। তারা অবৈধ অস্ত্র উদ্ধার, চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং দলের শীর্ষ নেতাদের নির্বাচনী সফরে ভিভিআইপি নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানায়।
এছাড়া একটি বড় রাজনৈতিক দলের পক্ষ থেকে অর্থ ও নানা সুবিধা দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ এনে জামায়াত এটিকে সরাসরি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে। এ বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে নির্বাচন কমিশনকে।
প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন প্রসঙ্গেও উদ্বেগ প্রকাশ করে দলটি। তাদের দাবি, প্রবাসী জনসংখ্যার তুলনায় নিবন্ধিত ভোটারের সংখ্যা অত্যন্ত কম, যা দ্রুত বাড়ানো প্রয়োজন।
আগামী ৩ জানুয়ারি জামায়াতের পূর্বঘোষিত জনসভা সম্পূর্ণভাবে নির্বাচনী আচরণবিধি মেনে অনুষ্ঠিত হবে বলেও জানান এহসানুল মাহবুব জুবায়ের। তিনি বলেন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি আয়োজন করা হচ্ছে এবং বিষয়টি সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে আগেই অবহিত করা হয়েছে।