12/26/2025 সতের বছর পর ফিরেই হুঙ্কার তারেক রহমানের; 'আধিপত্যবাদের গুপ্তচরদের' নিয়ে দিলেন বিশেষ সতর্কবার্তা!
odhikarpatra
২৬ December ২০২৫ ০২:২৩
পুরো রিপোর্ট (অধিকারপত্র ডটকম
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমি বাংলাদেশে পা রাখলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফিরেই তিনি তার প্রথম বক্তব্যে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করেছেন। রাজধানীর এক বিশাল জনসমুদ্রে দাঁড়িয়ে তিনি
দেশবাসীকে সতর্ক করে বলেন, "
দেশের আনাচে-কানাচে আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা এখনও সক্রিয় রয়েছে। এই অপশক্তিকে রুখতে হলে নেতা-কর্মী ও সাধারণ মানুষকে ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে।"
বক্তব্যের এক পর্যায়ে তারেক রহমান তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি অত্যন্ত আবেগঘন কণ্ঠে বলেন, "আই হ্যাভ এ প্ল্যান (I have a plan)। আমি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো ন্যায়পরায়ণতার পথে রাষ্ট্র পরিচালনা করতে চাই।
আমরা প্রতিহিংসা নয়, বরং শান্তি চাই।"
তিনি আরও যোগ করেন যে, নারী-পুরুষ নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য। উন্নয়নের অঙ্গীকার ব্যক্ত করে তিনি দেশাত্মবোধক সুরে ঘোষণা করেন, "আমরা
প্রতিজ্ঞাবদ্ধ—""সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ।"
তার এই বক্তব্য উপস্থিত লাখো মানুষের মাঝে নতুন আশার সঞ্চার করেছে।