12/27/2025 নিয়ম মেনে জাতীয় স্মৃতিসৌধে তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা, কঠোর নিরাপত্তায় বিএনপি নেতাদের উপস্থিতি
odhikarpatra
২৬ December ২০২৫ ২৩:৪৩
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বিএনপি নেতারা। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেলে নিয়মানুযায়ী সূর্যাস্তের আগেই এই শ্রদ্ধা নিবেদন সম্পন্ন করা হয়।
দলীয় সূত্র জানায়, বিকেল ৫টা ৬ মিনিটে তারেক রহমানের পক্ষে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে তিনি দলের প্রতিষ্ঠাতা ও পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত শেষে জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে রওনা হন।
শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য আমানউল্লাহ আমান, লুৎফুজ্জামান বাবর, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক, সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী, ডা. দেওয়ানা মোহাম্মদ সালাউদ্দিন, তমিজউদ্দীন, ইয়াসিন ফেরদৌস মুরাদ, আইয়ুব খান, মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবরসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। স্মৃতিসৌধের প্রাঙ্গণ সাজিয়ে তোলা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পাশাপাশি আশপাশের এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রিত রাখা হয়।
এ ছাড়া স্মৃতিসৌধ কমপ্লেক্স আগের দিনই পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশের পক্ষ থেকে এক হাজারেরও বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।