12/27/2025 ঢাকার কেরানীগঞ্জে মাদরাসা ভবনে বিস্ফোরণ: ককটেল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার, আহত ৪
odhikarpatra
২৬ December ২০২৫ ২৩:৫৯
পুরো রিপোর্ট : নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র ডটকম
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি মাদরাসা ভবনে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে মাদরাসার একতলা ভবনের বেশ কয়েকটি কক্ষের দেয়াল উড়ে গেছে এবং নারী-শিশুসহ একই পরিবারের চারজন গুরুতর আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ককটেল, কেমিক্যাল ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার ‘উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদরাসা’ ভবনে এই বিস্ফোরণ ঘটে। আহতরা হলেন—মাদরাসা পরিচালক শেখ আল আমিন (৩২), তার স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাদের দুই ছেলে উমায়েত (১০) ও আব্দুল্লাহ (৭)। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটলে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় একতলা ভবনটির দুটি কক্ষের দেয়াল ধসে পড়ে এবং ছাদ ও বিমে বড় ধরনের ফাটল দেখা দেয়। শুক্রবার ছুটির দিন হওয়ায় মাদরাসায় শিক্ষার্থী ছিল না, ফলে বড় ধরনের প্রাণহানি থেকে রক্ষা পেয়েছে সবাই।
বাড়ির মালিক পারভীন বেগম জানান, মুফতি হারুন নামের এক ব্যক্তি তিন বছর আগে বাড়িটি ভাড়া নিয়ে মাদরাসা চালু করেন।
তিনি তার শ্যালক আল আমিনকে নিয়ে সেখানে বসবাস ও মাদরাসা পরিচালনা করতেন। তবে মাদরাসার আড়ালে সেখানে যে বিস্ফোরক তৈরি হতো, তা বুঝতে পারেননি মালিক।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে বোম্ব ডিসপোজাল ইউনিট ও ক্রাইম সিন ইউনিট কাজ করছে। ভেতর থেকে প্রচুর পরিমাণ ককটেল ও দাহ্য পদার্থ উদ্ধার করা হয়েছে। মাদরাসার আড়ালে কী ধরনের নাশকতার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।