12/27/2025 ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০০ বছরের ঐতিহ্যবাহী বাড়িসহ ১০টি বসতঘর পুড়ে ছাই
odhikarpatra
২৭ December ২০২৫ ১৮:৩৭
অধিকার পত্র ডটকম
চট্টগ্রাম (উত্তর), ২৭ ডিসেম্বর ২০২৫:
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দোতলা বাড়িসহ অন্তত ১০টি বসতঘর পুড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের হালদারকুল এলাকায় আনন্দ বাজারসংলগ্ন আরবান আলী সওদাগর বাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গভীর রাতে হঠাৎ করে পুরোনো ঐতিহ্যবাহী বাড়িটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে। আগুনের তীব্রতায় ঐতিহাসিক বাড়িটিসহ মোট ১০টি বসতঘর সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই আগুনে বাড়িগুলো পুড়ে যায়।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগুন লাগার খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ছুটে আসেন। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে অল্প সময়েই ঘরগুলো ধ্বংস হয়ে যায়। আগুনের কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় প্রায় ১০ থেকে ১২টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য সরকারি পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দেন।