12/27/2025 যশোরে হাড় কাঁপানো শীত, দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি
odhikarpatra
২৭ December ২০২৫ ১৯:৫৬
যশোর প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
মৌসুমের প্রথম শৈতপ্রবাহে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে যশোরে তাপমাত্রা নেমে আসে মাত্র ৮.৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি শীতে দেশের সর্বনিম্ন।
আবহাওয়া অফিস জানায়, টানা দ্বিতীয় দিনের মতো যশোরেই সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হলো। এর আগের দিন শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।
শৈতপ্রবাহের প্রভাবে সন্ধ্যার পর থেকেই ঘন কুয়াশা ও উত্তরের হিমেল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়ছে। বিশেষ করে ভোর রাত থেকে সকাল পর্যন্ত বাইরে চলাচল চরম কষ্টসাধ্য হয়ে উঠেছে।
তবে সকাল ৯টার পর সূর্যের দেখা মিললে ধীরে ধীরে তাপমাত্রা বাড়ে এবং পরিস্থিতি কিছুটা স্বস্তিদায়ক হয়।
শীত ও কুয়াশার কারণে সন্ধ্যার পর শহরাঞ্চলে মানুষের চলাচল কমে যাচ্ছে। দূরপাল্লার যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে সতর্কভাবে চলাচল করছে। সকালবেলা কুয়াশা কেটে গেলে তবেই স্বাভাবিক গতি ফিরছে।
যশোর শহরের লালদীঘী পাড়ে প্রতিদিন যেখানে ভোরে ৩–৪ শত শ্রমিক কাজের অপেক্ষায় জড়ো হন, সেখানে এখন সেই সংখ্যা নেমে এসেছে অর্ধেকে।
বাহাদুরপুর এলাকার শ্রমিক সুজন মিয়া বলেন,
“শীতে এমনিতেই কাজ কম থাকে। তার ওপর এই ঠান্ডায় বসে থাকলেও কাজ পাই না।”
নির্মাণ শ্রমিক মিনহাজ জানান,
“শীতে বাইরে বের হওয়াই কষ্টকর, কিন্তু পেটের দায়ে বের হতে হয়—তবুও কাজ নেই।”
রিকশাচালক হানেফ আলী বলেন,
“ভোরে বের হলেও যাত্রী নেই, রাস্তাঘাট ফাঁকা।”
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শীত আরও বাড়তে পারে এবং কুয়াশার প্রভাব অব্যাহত থাকতে পারে