12/28/2025 ৬০ বছরে ‘ভাইজান’-এর রাজত্ব, কত হাজার কোটি টাকার মালিক সালমান খান?
odhikarpatra
২৭ December ২০২৫ ২০:০৪
✍️ বিনোদন প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
বলিউডে তিন দশকেরও বেশি সময় ধরে রাজত্ব করছেন সালমান খান। কখনো ‘প্রেম’, কখনো ‘রাধে’, আবার কখনো ‘টাইগার’—পর্দার প্রতিটি চরিত্রেই দর্শকের হৃদয় জয় করেছেন তিনি। আজ ২৭ ডিসেম্বর, ৬০ বছরে পা দিলেন এই সুপারস্টার। জনপ্রিয়তার পাশাপাশি সম্পদের দিক থেকেও তিনি বলিউডের শীর্ষে।
বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী, বর্তমানে সালমান খানের মোট সম্পদের পরিমাণ প্রায় ২ হাজার ৯০০ কোটি টাকা। ষাট বছর বয়সে দাঁড়িয়ে এই বিপুল সম্পদের মালিক হওয়া তাকে ভারতের অন্যতম ধনী অভিনেতাদের কাতারে তুলেছে।
সালমান খানের সম্পদের তালিকায় সবার আগে আসে মুম্বাইয়ের বান্দ্রার বিখ্যাত ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’। বহু বছর ধরে এখানেই পরিবারের সঙ্গে বসবাস করছেন তিনি।
দোতলা এই ভবনের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি টাকা। নিরাপত্তার স্বার্থে সাম্প্রতিক সময়ে বাসভবনে বুলেটপ্রুফ কাঁচসহ বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
শহরের কোলাহল থেকে দূরে সময় কাটাতে সালমান খান ছুটে যান পানভেলের খামারবাড়িতে। বোন অর্পিতার নামে রাখা ‘অর্পিতা ফার্মস’ ১৫০ একর জমির ওপর গড়ে ওঠা এক বিশাল ফার্মহাউস।
সুইমিং পুল, পশুখামার ও চাষের জমিসহ এই খামারবাড়ির আনুমানিক মূল্য প্রায় ৮০ কোটি টাকা। অবসরে এখানে নিজেই কৃষিকাজ করতে দেখা যায় ভাইজানকে।
এছাড়া মুম্বাইয়ের কার্টার রোড, ওরলি এবং বিদেশে দুবাইয়েও রয়েছে তার বিলাসবহুল আবাসন।
রাজকীয় জীবনযাপনে সালমান খানের রয়েছে নিজস্ব ব্যক্তিগত ইয়ট, যা তিনি নিজের ৫০তম জন্মদিনে কিনেছিলেন প্রায় ৩ কোটি টাকা দিয়ে।
তার গ্যারেজে রয়েছে অডি, বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জসহ বিশ্বের নামী ব্র্যান্ডের একাধিক দামি গাড়ি।
একটি সিনেমার জন্য সালমান খান বর্তমানে ১০০ থেকে ১৫০ কোটি টাকা পর্যন্ত পারিশ্রমিক নেন। এর পাশাপাশি জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’ সঞ্চালনা, বিজ্ঞাপন ও বিভিন্ন ব্র্যান্ড এনডোর্সমেন্ট থেকেও আসে বিপুল আয়।
তবে কেবল বিলাসিতাই নয়, মানবসেবাতেও অগ্রণী তিনি। তার প্রতিষ্ঠিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিয়িং হিউম্যান’ এর মাধ্যমে দরিদ্র মানুষের চিকিৎসা ও শিক্ষায় নিয়মিত সহায়তা করে থাকেন সালমান খান।