12/28/2025 ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠীর’ দুই ঘাঁটিতে ভয়াবহ অভিযান, ১১ সন্ত্রাসী নিহত
odhikarpatra
২৭ December ২০২৫ ২০:১৬
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
পাকিস্তানের নিরাপত্তা বাহিনী ‘ভারতীয় প্রক্সি গোষ্ঠী’ হিসেবে চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের আরও দুইটি ঘাঁটিতে অভিযান চালিয়ে অন্তত ১১ সন্ত্রাসীকে হত্যা করেছে। দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআর শুক্রবার (২৬ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।
আইএসপিআর জানায়, বেলুচিস্তানের কোহলু জেলায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’-সংশ্লিষ্ট ৫ সন্ত্রাসী নিহত হয়। অভিযানের সময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। নিহতরা এলাকায় একাধিক সন্ত্রাসী কর্মকাণ্ডে সরাসরি জড়িত ছিল বলে দাবি করেছে পাকিস্তানি সেনাবাহিনী।
অন্যদিকে খাইবার পাখতুনখোয়ার লাক্কি মারওয়াত এলাকায় স্থানীয় পুলিশ, কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) কমান্ডো ও সশস্ত্র গ্রামবাসীদের সঙ্গে পৃথক সংঘর্ষে আরও ৬ সন্ত্রাসী নিহত এবং কয়েকজন আহত হয়েছে। নিরাপত্তা সূত্র জানায়, সন্ত্রাসীরা স্নাইপার রাইফেল ও কোয়াডকপ্টার ব্যবহার করে বান্নু জেলার সীমান্তবর্তী গ্রামীণ এলাকায় হামলা চালালে ব্যাপক গোলাগুলি শুরু হয়।
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, সন্ত্রাসীরা ড্রোনের মাধ্যমে সাধারণ মানুষের বাড়িঘরে হামলা চালায়, এতে বহু মানুষ আহত হন। লাক্কি মারওয়াতের অতিরিক্ত ডেপুটি কমিশনার হাবিবুল্লাহ ওয়াজির জানান, সংঘর্ষে আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পাকিস্তান সরকার বেলুচিস্তানে সক্রিয় এসব সশস্ত্র গোষ্ঠীকে ‘ফিতনা-আল-হিন্দুস্তান’ নামে আখ্যা দিয়ে আসছে এবং এগুলো ভারতের পৃষ্ঠপোষকতায় পরিচালিত বলে দীর্ঘদিন ধরে অভিযোগ করছে ইসলামাবাদ।