12/29/2025 হাসপাতালে মাকে দেখতে আবারও তারেক রহমান, নিরাপত্তা জোরদার এভারকেয়ারে
odhikarpatra
২৮ December ২০২৫ ২২:১১
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা: চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন তাঁর ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার রাত সাড়ে ১০টার পর তিনি হাসপাতালে পৌঁছে মায়ের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
হাসপাতাল সূত্র জানায়, তারেক রহমান রাত প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে অবস্থান করেন। মায়ের শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হয়ে তিনি মধ্যরাতের পর হাসপাতাল ত্যাগ করেন। এর আগেও তিনি দেশে ফেরার পর একাধিকবার মাকে দেখতে হাসপাতালে গিয়েছেন।
একই রাতে খালেদা জিয়ার পুত্রবধূ ডা. জুবাইদা রহমানসহ পরিবারের অন্যান্য সদস্যরাও হাসপাতালে উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের নিয়মিত উপস্থিতি চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়ার পাশে থাকার বার্তা দিচ্ছে বলে মন্তব্য করছেন সংশ্লিষ্টরা।
৮০ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে হৃদ্রোগ, ডায়াবেটিস, লিভার সিরোসিস, কিডনি জটিলতা ও আর্থ্রাইটিসসহ একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় গত মাসে তাঁকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে দেশি ও বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও মেডিকেল বোর্ডের একজন চিকিৎসক জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি এখনো একটি সংকটপূর্ণ সময় পার করছেন।
এদিকে খালেদা জিয়ার চিকিৎসাকে কেন্দ্র করে এভারকেয়ার হাসপাতাল এলাকায় সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি দলের নিজস্ব নিরাপত্তা টিমও সেখানে দায়িত্ব পালন করছে।
#খালেদা_জিয়া #তারেক_রহমান #BNP #এভারকেয়ার_হাসপাতাল #বাংলাদেশ_রাজনীতি #জাতীয়_সংবাদ #odhikarpatra