12/29/2025 অধিকার: সুস্থ জনস্বাস্থ্য নিশ্চিত করতে তামাকমুক্ত সমাজ গঠনের আহ্বান
odhikarpatra
২৮ December ২০২৫ ২৩:৫৯
“অধিকার পত্র ডটকম” পূর্ণাঙ্গ সংবাদ
রাজশাহী: সুস্থ জনস্বাস্থ্য নিশ্চিত করতে তামাকমুক্ত সমাজ গঠন অপরিহার্য বলে মন্তব্য করেছেন বক্তারা। তারা বলেন, এই লক্ষ্য অর্জনে সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত ও ধারাবাহিক প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রোববার (২৮ ডিসেম্বর) রাজশাহীতে আয়োজিত এক সভায় বক্তারা বলেন, তামাকমুক্ত রাজশাহী শহর গড়ে তুলতে সামাজিক অংশগ্রহণ ও সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি)-এর সহায়তায় লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লোফস) তাদের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে।
লোফসের নির্বাহী পরিচালক শাহনাজ পারভীন-এর সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রতিনিধি জিয়াউল আবেদীন, স্কুল শিক্ষক সেকেন্দার হোসেন ও রাজেন্দ্র নাথ সরকার।
আলোচকরা বলেন, সামাজিক অংশগ্রহণের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনের টেকসই বাস্তবায়ন জোরদার করা এবং এটি মূলধারায় নিয়ে আসার ওপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
সভাপতির বক্তব্যে শাহনাজ পারভীন উদ্বেগ প্রকাশ করে বলেন, তামাক কোম্পানিগুলো কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার (CSR) নামে প্রচারণামূলক কার্যক্রম চালিয়ে তাদের বাজার সম্প্রসারণ করছে, যা অবশ্যই প্রতিরোধ করা প্রয়োজন।
তিনি বলেন, জনসমাগমস্থল, পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান নিষিদ্ধ করা হলে বহু অধূমপায়ীকে ধূমপানজনিত মারাত্মক অসংক্রামক রোগ থেকে রক্ষা করা সম্ভব।
বিশেষজ্ঞদের মতে, তামাকজাত দ্রব্য ব্যবহারের ফলে ক্যান্সার, হৃদ্রোগ, স্ট্রোক, ডায়াবেটিস, যক্ষ্মা এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টসহ নানা ধরনের অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ে।
তামাক ব্যবহারজনিত এসব রোগ থেকে জনস্বাস্থ্য রক্ষায় সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক ও কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানান বক্তারা। তারা আরও বলেন, জনসমাগমস্থলে যত্রতত্র ধূমপান প্রত্যক্ষ ধূমপায়ীদের তুলনায় অধূমপায়ীদের জন্য বেশি ক্ষতিকর।
সুস্থ জনস্বাস্থ্যের জন্য তামাকমুক্ত সমাজ গঠনের আহ্বান
#তামাকমুক্তসমাজ, #অধিকারপত্র, #জনস্বাস্থ্য, #তামাকনিয়ন্ত্রণআইন, #রাজশাহীসংবাদ, #ধূমপাননিষেধাজ্ঞা, #অসংক্রামকরোগ, #তামাকবিরোধীআন্দোলন