12/30/2025 🔴 গাজায় ফিলিস্তিনি সাংবাদিকদের স্বজনসহ ৭০০ জনের বেশি নিহত: রিপোর্ট
odhikarpatra
২৯ December ২০২৫ ২২:৩১
🖊️ আন্তর্জাতিক ডেস্ক, অধিকার পত্র ডটকম
গাজায় চলমান যুদ্ধের শুরু থেকে এখন পর্যন্ত ফিলিস্তিনি সাংবাদিকদের অন্তত ৭০৬ জন স্বজনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে প্যালেস্টিনিয়ান জার্নালিস্টস সিন্ডিকেট। সংগঠনটির দাবি, সাংবাদিকতার কণ্ঠরোধ করতে সমষ্টিগত শাস্তি (collective punishment) হিসেবে সাংবাদিকদের পরিবারকে লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে।
সিন্ডিকেটের ফ্রিডমস কমিটি শনিবার (২৮ ডিসেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, এই হত্যাকাণ্ডগুলো বিচ্ছিন্ন বা যুদ্ধকালীন ‘অনিচ্ছাকৃত’ ঘটনা নয়; বরং পরিকল্পিত কৌশলের অংশ। প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি বাহিনী সাংবাদিকদের ওপর সরাসরি হামলার পাশাপাশি তাদের পরিবার-পরিজনকে টার্গেট করে রিপোর্টিং বন্ধের চাপ সৃষ্টি করছে।
ফ্রিডমস কমিটির প্রধান মুহাম্মদ আল-লাহহাম বলেন, ২০২৩ থেকে ২০২৫—এই সময়ের হামলার ধরন ইসরায়েলের উদ্দেশ্য স্পষ্ট করে। তাঁর ভাষায়,
“এটি সত্যের বিরুদ্ধে একটি সর্বাত্মক যুদ্ধ—যেখানে ক্যামেরা ও শিশুর মধ্যে, কলম ও ঘরের মধ্যে কোনো পার্থক্য রাখা হচ্ছে না।”
প্রতিবেদন অনুযায়ী—
অনেক ক্ষেত্রেই পরিবারগুলো বাস্তুচ্যুত হয়ে তাঁবু ও অস্থায়ী শিবিরে আশ্রয় নেওয়ার পরও হামলা থেকে রেহাই পায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, সাংবাদিকদের পরিবারকে লক্ষ্য করে হামলা স্বাধীন সাংবাদিকতা ও তথ্যপ্রবাহের ওপর গুরুতর আঘাত। এতে শুধু ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার প্রশ্নও নতুন করে সামনে এসেছে।