12/31/2025 খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক, স্থগিত ৪টি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষা
odhikarpatra
৩০ December ২০২৫ ২৩:৪০
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ঢাকা, ৩০ ডিসেম্বর ২০২৫ — সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি এবং তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। এর ফলে সরকারি বিভিন্ন দপ্তরের নির্ধারিত চাকরির নিয়োগ পরীক্ষা ও মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
এখন পর্যন্ত স্থগিত হওয়া পরীক্ষাগুলোর মধ্যে রয়েছে—সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা, ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের মৌখিক পরীক্ষা এবং টিসিবির অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে আগামী ২ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠেয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান জানান, স্থগিত হওয়া এ পরীক্ষার সম্ভাব্য তারিখ ৯ জানুয়ারি ২০২৬ (শুক্রবার) নির্ধারণ করা হয়েছে। তবে জেলা প্রশাসকদের সঙ্গে আলোচনা শেষে চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ ও ১ জানুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় ৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
পিএসসি প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় শোক ও সাধারণ ছুটির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থগিত মৌখিক পরীক্ষার নতুন তারিখ পরবর্তীতে জানানো হবে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠেয় জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুধু ওই দিনের পরীক্ষা স্থগিত থাকবে; পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য দিনের মৌখিক পরীক্ষা চলমান থাকবে। পরিবর্তিত তারিখ পরে জানানো হবে।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) জানিয়েছে, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের মৌখিক পরীক্ষা ৩১ ডিসেম্বরের পরিবর্তে আগামী ৫ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রীয় শোক চলাকালে সরকারি কার্যক্রম সীমিত থাকায় সংশ্লিষ্ট দপ্তরগুলো পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণে ধারাবাহিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশ করছে।