12/31/2025 ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ কুবি ছায়া জাতিসংঘ সংসদের গৌরবময় সাফল্য
odhikarpatra
৩১ December ২০২৫ ১৬:৪৩
ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল (ডিইউআই) আয়োজিত মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ গৌরবময় সাফল্য অর্জন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছায়া জাতিসংঘ সংসদ (CoU MUN)।
গত ২৮ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত এই আন্তর্জাতিক সম্মেলনে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা দক্ষ কূটনৈতিক ভূমিকা, বিশ্লেষণী বক্তব্য ও নেতৃত্বগুণের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।
সম্মেলনের বিভিন্ন কমিটিতে কুবির শিক্ষার্থীরা প্রশংসনীয় ভূমিকা পালন করেন। পদার্থবিজ্ঞান বিভাগের ১৫তম আবর্তনের শিক্ষার্থী সায়েদা সাবরিনা আলম একটি কমিটিতে ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করে তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক সক্ষমতার স্বাক্ষর রাখেন।
এছাড়া মার্কেটিং বিভাগের ১৭তম আবর্তনের শিক্ষার্থী তাহমিদ তাজওয়ার এবং রুবাইয়া সাথী অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (OIC) কমিটিতে তুরস্কের প্রতিনিধিত্ব করে অসাধারণ পারফরম্যান্সের জন্য অর্জন করেন সেরা অংশগ্রহণকারী পুরস্কার (Best Participant Award)।
অন্যদিকে বাংলা বিভাগের ১৬তম আবর্তনের শিক্ষার্থী ফারহা খানম ন্যাশনাল কমিটি অন সিকিউরিটি অ্যাফেয়ার্স (NCSA) কমিটিতে অংশগ্রহণ করে কৌশলগত বক্তব্য ও গভীর বিশ্লেষণের মাধ্যমে ভার্বাল মেনশন অ্যাওয়ার্ড অর্জন করেন।
পুরস্কারপ্রাপ্ত ফারহা খানম বলেন,
“এই কনফারেন্স আমার জন্য ছিল এক স্মরণীয় অভিজ্ঞতা। জাতীয় পর্যায়ে অংশ নিয়ে পুরস্কার অর্জন করা সত্যিই অবর্ণনীয় অনুভূতি। শুরুতে কিছুটা ভয় ও অনিশ্চয়তা থাকলেও প্রতিটি মুহূর্তে নতুন কিছু শিখেছি। নিজেকে, আমার বিশ্ববিদ্যালয়কে এবং আমাদের ক্লাবকে প্রতিনিধিত্ব করার দায়িত্ব আরও গভীরভাবে উপলব্ধি করেছি। আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ।”
এই অর্জন প্রসঙ্গে কুমিল্লা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশন ক্লাবের সভাপতি ইমতিয়াজ আহমেদ চিন্ময় বলেন,
“আমাদের জাতিসংঘ সংস্থা ক্লাবের এখন সোনালী সময় যাচ্ছে। সবাই এত ভালো ফলাফল করায় আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস, খুব শীঘ্রই আমরা আরও ভালো সাফল্য অর্জন করব এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়কে সারা বাংলাদেশের কাছে আরও দৃঢ়ভাবে তুলে ধরব।”
ড্যাফোডিল ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল মডেল ইউনাইটেড নেশন ২০২৫-এ এই সাফল্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক পরিসরে কূটনৈতিক দক্ষতা ও নেতৃত্বগুণের শক্ত অবস্থানকে আরও এক ধাপ এগিয়ে নিল।
ক্যাম্পাস প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
শাহরিয়ার হাসান জুবায়ের
৩১ ডিসেম্বর ২০২৫
#ComillaUniversity #CoUMUN #DIUMUN2025 #ModelUnitedNation #কুবি #ছায়াজাতিসংঘ #CampusNews #UniversityAchievement #BangladeshMUN