01/09/2026 ইসরায়েলি বাহিনীতে আকস্মিক পরিদর্শন: ‘অক্টোবর ৭’-এর শিক্ষা নিয়ে প্রস্তুতির জোরদার পরীক্ষা
odhikarpatra
১ January ২০২৬ ১৮:১৩
নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র জেরুজালেম: ২০২৩ সালের ৭ অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি রোধ এবং বাহিনীর সক্ষমতা যাচাইয়ের লক্ষ্যে নিজেদের 'সেন্ট্রাল কমান্ডে' একটি আকস্মিক পরিদর্শন (Surprise Inspection) কার্যক্রম সম্পন্ন করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF)। গত মঙ্গলবার মেজর জেনারেল আভি ব্লুথের নেতৃত্বে এই বিশেষ মহড়া ও অডিট পরিচালিত হয়।
মূল ফোকাস ও প্রস্তুতি আইডিএফ মুখপাত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যম i24NEWS জানায়, এই আকস্মিক পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল বিভিন্ন ইউনিটের তাৎক্ষণিক যুদ্ধের প্রস্তুতি এবং প্রসিডিউর বা নিয়মাবলি কতটুকু কার্যকর তা মূল্যায়ন করা। বিশেষ করে ৭ অক্টোবরের হামলার পর যে ত্রুটিগুলো সামনে এসেছিল, সেগুলো থেকে নেওয়া শিক্ষা বর্তমানে কতটা প্রয়োগ করা হচ্ছে, তা খতিয়ে দেখা হয়েছে।
যেসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে: * সীমান্ত ও ক্যাম্প রক্ষা: ক্যাম্প প্রোটেকশন বা নিরাপত্তা ব্যবস্থা।
* লজিস্টিক ও অবকাঠামো: রসদ সরবরাহ এবং পরিকাঠামোর সক্ষমতা।
* গোয়েন্দা ও চিকিৎসা: গোয়েন্দা তথ্যের আদান-প্রদান এবং জরুরি চিকিৎসা সেবা।
* ইঞ্জিনিয়ারিং ও নিরাপত্তা: কমব্যাট ইঞ্জিনিয়ারিং এবং বাহিনীর সার্বিক নিরাপত্তা প্রোটোকল।
কর্তৃপক্ষের বক্তব্য মেজর জেনারেল আভি ব্লুথ এই অনুশীলনের গুরুত্ব তুলে ধরে বলেন, "আমাদের সবসময় একটি 'হঠাৎ শুরু হওয়া যুদ্ধের' (Sudden War) জন্য প্রস্তুত থাকতে হবে। এটি বাহিনীর পেশাদার ভিত্তি, সংস্কৃতি এবং অপারেশনাল মেরুদণ্ডকে শক্তিশালী করবে।"
পরিদর্শন শেষে জানানো হয়েছে, পশ্চিম তীর ও মধ্য ইসরায়েলের নিরাপত্তার দায়িত্বে থাকা এই সেন্ট্রাল কমান্ডের ত্রুটিগুলো চিহ্নিত করে আগামী দিনে সে অনুযায়ী মানোন্নয়ন করা হবে। উল্লেখ্য, ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির আগেই ঘোষণা করেছেন যে, ২০২৬ সাল হবে আইডিএফ-এর জন্য ৭ অক্টোবরের ভুলগুলো শুধরে নিয়ে নতুন শিক্ষা বাস্তবায়নের বছর।