01/01/2026 ২০২৫ সালে ৭ ফ্রন্টে ইসরায়েলের ২১ হাজার হামলা: আইডিএফ-এর বার্ষিক প্রতিবেদন প্রকাশ
odhikarpatra
১ January ২০২৬ ১৮:৩১
নিজস্ব প্রতিবেদক, অধিকারপত্র | ২০২৫ সালজুড়ে সাতটি ভিন্ন ফ্রন্টে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। বছর শেষে প্রকাশিত আইডিএফ-এর বার্ষিক প্রতিবেদনে দাবি করা হয়েছে, গাজা, লেবানন, ইরান এবং ইয়েমেনসহ বিভিন্ন অঞ্চলে প্রায় ২১ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তারা। বুধবার (৩১ ডিসেম্বর) আইডিএফ এই তথ্যচিত্র প্রকাশ করে।

হামলার পরিসংখ্যান ও লক্ষ্যবস্তু:
আইডিএফ-এর তথ্য অনুযায়ী, ২০২৫ সালে তারা মোট ২০,৯০০টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অংশ ছিল গাজা উপত্যকায়। সেখানে প্রায় ১৪,০০০ সশস্ত্র যোদ্ধাকে হত্যার দাবি করেছে ইসরায়েল। এছাড়া ধ্বংস করা হয়েছে ১৯,৫০০টিরও বেশি ‘সন্ত্রাসীবাদী অবকাঠামো’, যার মধ্যে অস্ত্রের গুদাম ও কমান্ড সেন্টারও রয়েছে।
লেবানন ও হিজবুল্লাহ ফ্রন্ট:
লেবানন সীমান্তে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও ১৯২০ বার নিয়ম লঙ্ঘনের অভিযোগ তুলেছে ইসরায়েল। এ বছরে লেবাননে ৩৪০ জন হিজবুল্লাহ যোদ্ধাকে হত্যা এবং ৯৫০টি লক্ষ্যবস্তুতে হামলার কথা জানিয়েছে আইডিএফ। এর মধ্যে হিজবুল্লাহর ২১০টি অস্ত্রভাণ্ডার ও ১৪০টি ভবন ধ্বংস করা হয়েছে।
ইরান ও ইয়েমেনে অভিযান:
২০২৫ সালের অন্যতম আলোচিত ঘটনা ছিল ইরানে ইসরায়েলের সরাসরি হামলা (অপারেশন রাইজিং লায়ন)। প্রতিবেদনে জানানো হয়, এই অভিযানে ইরানের কয়েক ডজন জ্যেষ্ঠ কর্মকর্তা ও ১১ জন পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। অন্যদিকে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের লক্ষ্য করে ২০টি বড় ধরনের বিমান হামলা চালানো হয়েছে, যাতে ২৩০টি লক্ষ্যবস্তু ধ্বংস হয়েছে।
ক্ষয়ক্ষতি ও সেনাসংখ্যা:
আইডিএফ জানিয়েছে, গত এক বছরে অভিযান চলাকালীন ৯১ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ৮২১ জন। পুরো বছরে ৩ লাখ ৭ হাজার রিজার্ভ সেনাকে তলব করেছিল ইসরায়েল। এছাড়া পশ্চিম তীরে প্রায় ৭,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে ১,১৯০ জন হামাস সদস্য বলে দাবি করা হয়েছে।
ভবিষ্যৎ পরিকল্পনা:
আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি জানিয়েছেন, ২০২৬ সাল হবে ইসরায়েলের নিরাপত্তার জন্য একটি 'নির্ণায়ক বছর'। বিশেষ করে গাজায় হামাসকে সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর হুমকির অবসান ঘটাতে অপারেশন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তিনি।
সূত্র: আই-২৪ নিউজ, টাইমস অফ ইসরায়েল ও আইডিএফ মুখপাত্রের দপ্তর।