01/02/2026 হঠাৎ আগুনে পুড়ে ছাই অ্যাম্বুলেন্স, অল্পের জন্য বড় দুর্ঘটনা এড়াল ময়মনসিংহ
odhikarpatra
১ January ২০২৬ ২১:২৪
জেলা প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ময়মনসিংহ নগরীর মাসকান্দা এলাকায় হঠাৎ একটি অ্যাম্বুলেন্সে আগুন লেগে মুহূর্তেই তা পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। তবে সময়মতো ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, অ্যাম্বুলেন্সটির একটি চাকা ক্ষতিগ্রস্ত হওয়ায় চালক সেটি মেরামতের জন্য মাসকান্দা এলাকায় সড়কের পাশে দাঁড় করান। পরে চাকাটি খুলে পাশের একটি গ্যারাজে নেওয়ার সময় হঠাৎ গাড়িটির ভেতরে আগুন ধরে যায়।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. হাফিজুর রহমান জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ে অ্যাম্বুলেন্সের ভেতরে থাকা সিলিন্ডারের অংশে। এতে আগুনের তীব্রতা বেড়ে যায় এবং গাড়ির ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারেও আগুন ধরে যায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই অ্যাম্বুলেন্সটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। তবে এটি পরিকল্পিত কি না বা অন্য কোনো কারণ রয়েছে কি না—তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব জানান, অ্যাম্বুলেন্সে আগুন লাগার বিষয়টি পুলিশ অবগত রয়েছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনার সময় অ্যাম্বুলেন্সটিতে কোনো রোগী বা যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।