01/02/2026 বরিশালে ওয়ার্কার্স পার্টির কার্যালয়ে মালিকপক্ষের তাণ্ডব! ৪০ বছরের অফিস ভেঙে মালামাল লুট।
odhikarpatra
১ January ২০২৬ ২৩:৫৯
নিজস্ব প্রতিবেদক | বরিশাল বরিশাল নগরের ফকিরবাড়ি সড়কে অবস্থিত বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা কার্যালয়ে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে বাড়ির মালিকপক্ষ কোনো ধরনের আগাম নোটিশ ছাড়াই এই তাণ্ডব চালায় বলে অভিযোগ উঠেছে। দোতলা টিনশেড এই ভবনটি থেকে ছাত্র মৈত্রী, যুব মৈত্রী ও গণশিল্পী সংস্থাসহ অঙ্গসংগঠনের কার্যক্রম পরিচালিত হতো।
দলীয় সূত্রে জানা যায়, ভবনটির মালিক বরিশাল মহানগর যুবলীগের আহ্বায়ক ও সাবেক কাউন্সিলর নিজামুল হক ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে রয়েছেন। এতদিন বিকাশের মাধ্যমে ভাড়া পরিশোধ করা হলেও মাত্র এক মাসের ভাড়া বকেয়া থাকার অজুহাতে তার ছেলে মো. তামিম অজ্ঞাতনামা ব্যক্তিদের নিয়ে এই হামলা চালান। অভিযোগ অনুযায়ী, কার্যালয়ের দোতলার টিনের ছাউনি ও বেড়া খুলে ফেলা হয়েছে এবং নিচতলার আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে। নেতা-কর্মীরা জানান, হামলাকারীরা ফ্যানসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে, যার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।
ওয়ার্কার্স পার্টির জেলা কমিটির সভাপতি এস এম নজরুল হক জানান, গত ৪০ বছর ধরে তারা এখানে শান্তিপূর্ণভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করছেন। নিয়মিত ভাড়া পরিশোধের সব প্রমাণ থাকা সত্ত্বেও এমন বেআইনি কাজ নিন্দনীয়। এই ঘটনায় তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বরিশাল শ্রমিক ফেডারেশনের সভাপতি জাকির হোসেন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। অন্যদিকে, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। প্রাথমিকভাবে এটি রাজনৈতিক কোনো বিষয় নয়, বরং বাড়ির মালিক ও ভাড়াটিয়ার মধ্যকার দ্বন্দ্ব বলে মনে হচ্ছে। অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।