01/03/2026 দক্ষিণ কোরিয়ায় মার্কিন অ্যাপাচি স্কোয়াড্রন ডিঅ্যাকটিভেটেড: জোট নিরাপত্তায় নতুন প্রশ্ন
Special Correspondent
২ January ২০২৬ ২১:৪৫
নিউজ ডেস্ক | অধিকারপত্র
দক্ষিণ কোরিয়ার পিয়ংটায়েকের ক্যাম্প হামফ্রিসে অবস্থানরত মার্কিন সেনাবাহিনীর একটি এভিয়েশন ব্যাটালিয়ন গত মাসে নিষ্ক্রিয় (ডিঅ্যাকটিভেট) করা হয়েছে বলে কংগ্রেশনাল রিসার্চ সার্ভিসের (সিআরএস) এক প্রতিবেদনে জানা গেছে। সামরিক পরিভাষায় ডিঅ্যাকটিভেশন বলতে কোনো ইউনিটের কার্যক্রম স্থগিত করা বা তা ভেঙে দেওয়াকে বোঝায়। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সময়ে দক্ষিণ কোরিয়ায় মার্কিন সেনার ভূমিকায় সমন্বয় আনার উদ্যোগের মধ্যে এই পদক্ষেপ সেনা সংখ্যা কমানোর সম্ভাবনা নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে। সিআরএস–এর ১ জানুয়ারির প্রতিবেদনে বলা হয়, ক্যাম্প হামফ্রিসে অবস্থানরত ৫-১৭ এয়ার ক্যাভালরি স্কোয়াড্রন (৫-১৭ এসিএস) ১৫ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে নিষ্ক্রিয় করা হয়। ২০২২ সালে গঠিত এ ইউনিটে প্রায় ৫০০ জন সদস্য ছিলেন এবং তাদের কাছে এএইচ-৬৪ই অ্যাপাচি আক্রমণকারী হেলিকপ্টার ও আরকিউ-৭বি শ্যাডো ড্রোন ছিল। তবে নিষ্ক্রিয় হওয়ার পর ইউনিটের জনবল বা সরঞ্জাম সরিয়ে নেওয়া হয়েছে কি না, কিংবা বিকল্প কোনো ইউনিট মোতায়েন করা হবে কি না তা এখনো পরিষ্কার নয়। এ ছাড়া নিষ্ক্রিয় হওয়ার এক দিন পর ক্যাম্প হামফ্রিসে অবস্থানরত ২য় কমব্যাট এভিয়েশন ব্রিগেডের (সিএবি) মেডিক্যাল ইভাকুয়েশন (মেডিভ্যাক) ইউনিটেও পুনর্গঠন করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
আর্মি ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভ-এর অংশ:
মার্কিন প্রতিরক্ষা দপ্তর বর্তমানে সেনাবাহিনীর এভিয়েশন কাঠামোতে বড় ধরনের সংস্কার চালাচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের নির্দেশে নেওয়া ‘আর্মি ট্রান্সফরমেশন ইনিশিয়েটিভ (এটিআই)’–এর অংশ হিসেবে এই পদক্ষেপ বাস্তবায়ন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুডসহ পাঁচটি ঘাঁটিতেও একই ধরনের এয়ার ক্যাভালরি ইউনিট নিষ্ক্রিয় করা হয়েছে বলে জানা গেছে। এটিআই পরিকল্পনা অনুযায়ী, সেনাবাহিনীর বিদ্যমান জনবল কাঠামো, ইউনিট সংগঠন, কমান্ড ব্যবস্থা ও এভিয়েশন ইউনিটে বড় ধরনের পুনর্বিন্যাস করা হচ্ছে। বিশেষ করে মানবচালিত হেলিকপ্টার ও এয়ার ক্যাভালরি স্কোয়াড্রনের সংখ্যা কমিয়ে ধীরে ধীরে ড্রোনসহ আনম্যানড এয়ার সিস্টেম দিয়ে প্রতিস্থাপন করার কথা বলা হয়েছে।
সিউলের উদ্বেগ: এটি কি সেনা কমানোর ইঙ্গিত?
দক্ষিণ কোরিয়া সরকার বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। বর্তমানে দুই দেশের মধ্যে অ্যালায়েন্স মডার্নাইজেশন নিয়ে আলোচনা চলছে, যার মধ্যে রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা ব্যয় বাড়ানো ও মার্কিন সেনাদের ভূমিকা পুনর্নির্ধারণ করা। দীর্ঘদিন ধরেই দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত ২৮,৫০০ মার্কিন সেনা কমে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে। সিআরএস প্রতিবেদনে কিছু পর্যবেক্ষকের উদ্ধৃতি দিয়ে বলা হয়, একটি এয়ার ক্যাভালরি ইউনিট নিষ্ক্রিয় হওয়া মানে কার্যত যুদ্ধ সক্ষমতা কমে যাওয়া। তবে এ বিষয়ে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র যৌথ প্রতিরক্ষা ভঙ্গি অটুট রেখে মার্কিন সেনাদের মোতায়েন ও অপারেশনাল ব্যবস্থাপনা বিষয়ে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
পরবর্তী করণীয় কী?
এ ইউনিট নিষ্ক্রিয় হওয়ার ফলে সরাসরি কতটা প্রভাব পড়বে কিংবা এটি মার্কিন সেনা কমানোর পূর্বাভাস কি না। তা এখনো পরিষ্কার নয়। তবে যুক্তরাষ্ট্রের সামরিক কাঠামোয় মানবচালিত এভিয়েশন ইউনিট কমিয়ে ড্রোনভিত্তিক যুদ্ধ সক্ষমতা বাড়ানোর প্রবণতা আরও স্পষ্ট হলো বলে বিশ্লেষকদের মন্তব্য।
--মো: সাইদুর রহমান (বাবু), বিশেষ প্রতিনিধি. অধিকারপত্র