01/07/2026 কমব্যাট পিস্তল ও ইয়াবাসহ গফরগাঁওয়ে বিএনপি নেতা গ্রেফতার, উত্তাল রাজনীতি—মানববন্ধনে প্রতিবাদ
odhikarpatra
৩ January ২০২৬ ২৩:৫৯
ময়মনসিংহ প্রতিনিধি অধিকার পত্র ডটকম
সংবাদ বিবরণ
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি কমব্যাট পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদকসহ বিএনপির এক স্থানীয় নেতাকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। ঘটনার প্রতিবাদে উপজেলা পর্যায়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গ্রেফতার ব্যক্তি আজিম উদ্দিন (৪৩) গফরগাঁও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তিনি গফরগাঁও ইউনিয়নের বলাইবাড়ি গ্রামের বাসিন্দা। এ সময় তার সঙ্গে থাকা চমন মণ্ডল (৩৫) নামের আরেক ব্যক্তিকেও আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে গফরগাঁও পৌর এলাকার রাঘাইচটি মহল্লায় একটি ভাড়া বাসায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে একটি কমব্যাট পিস্তল, একটি ম্যাগাজিন, দুইটি কার্তুজ, তিনটি গুলি, ১৫টি ইয়াবা ট্যাবলেট ও প্রায় ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
গ্রেফতার দুজনকে গফরগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, উদ্ধার করা আগ্নেয়াস্ত্র ও মাদকের উৎস সম্পর্কে আসামিরা এখনো কোনো তথ্য দিচ্ছে না। আদালতে রিমান্ড আবেদন করা হলেও শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এদিকে বিএনপি নেতা আজিম উদ্দিনের গ্রেফতারের প্রতিবাদে শনিবার গফরগাঁও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে হয়রানি করা হচ্ছে এবং অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান।