01/07/2026 ভোটে জিতলে প্রধানমন্ত্রী কে—এনসিপির সিদ্ধান্ত এখনও চূড়ান্ত নয়, জামায়াতের সঙ্গে আলোচনা চলমান
odhikarpatra
৪ January ২০২৬ ২৩:৫৫
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
০৪ জানুয়ারি ২০২৬
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে কে প্রধানমন্ত্রী হবেন—সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোটগত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা চলমান রয়েছে এবং বর্তমানে তাঁদের মূল মনোযোগ নির্বাচনকেন্দ্রিক।
রোববার (৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আখতার হোসেন।
এনসিপি সূত্রে জানা যায়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের উদ্যোগে গঠিত এনসিপি এবার জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচনে অংশ নিচ্ছে। এই জোটে আরও কয়েকটি ইসলামী দল যুক্ত রয়েছে।
জামায়াতের সঙ্গে জোট গঠনের পর এনসিপির একাধিক নেতা দল ছাড়লেও বিষয়টি নিয়ে দল এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বলে জানান আখতার হোসেন। তিনি বলেন, কয়েকজন নেতার পদত্যাগ তাঁদের জন্য ব্যক্তিগতভাবে কষ্টদায়ক হলেও দলীয় ফোরামে বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে জামায়াতের সঙ্গে আসন বণ্টন প্রসঙ্গে প্রশ্ন করা হলে এনসিপির সদস্যসচিব জানান, ৩০টি আসন পাওয়ার বিষয়টি এখনো নিশ্চিত নয়। এ বিষয়ে জামায়াতের সঙ্গে আলোচনা চলমান রয়েছে এবং চূড়ান্ত হলে তা জানানো হবে।
৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি থাকা সত্ত্বেও কেন জোটে গেলেন—এ প্রশ্নের জবাবে আখতার হোসেন বলেন, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড এবং জুলাই সনদ অনুযায়ী কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়নে এককভাবে এগোনো সম্ভব নয় বলেই সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন,
“নির্বাচনে জয়ী হলে সরকারপ্রধান কে হবেন—এ বিষয়েও আমাদের আলোচনা চলছে। আপাতত আমরা নির্বাচনী বৈতরণি পার করতে চাই।”
সংবাদ সম্মেলনের আগে রোববার বিকেলে ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এনসিপির শীর্ষ নেতারা। বৈঠকে জোট রাজনীতি, নির্বাচন পরিস্থিতি, সম্ভাব্য ঝুঁকি এবং সুশাসন ও গণতন্ত্র নিয়ে আলোচনা হয়।
এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক ও আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের যেকোনো গণতান্ত্রিক সিদ্ধান্তকে ইতিবাচকভাবে দেখে এবং আসন্ন নির্বাচনের দিকে তারা গভীরভাবে নজর রাখছে।