04/20/2025 আগামীকাল মুখোমুখি হবে আবাহনী লিমিটেড-লিজেন্ডস অব রূপগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব-
Mahbubur Rohman Polash
৫ এপ্রিল ২০১৮ ০০:১০
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেটের লিগে (ডিপিডিসিএল) সুপার সিক্সের শেষ রাউন্ডের ম্যাচে আগামীকাল মুখোমুখি হবে আবাহনী লিমিটেড-লিজেন্ডস অব রূপগঞ্জ, শেখ জামাল ধানমন্ডি ক্লাব-খেলাঘর সমাজ কল্যাণ সমিতি এবং প্রাইম দোলেশ্বর স্পোটিং ক্লাব-গাজী গ্রুপ ক্রিকেটার্স। শিরোপা নির্ধারণ করার জন্য আবাহনী-রূপগঞ্জ এবং শেখ জামাল-খেলাঘরের ম্যাচটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কারণ শিরোপা দৌঁড়ে আছে আবাহনী-রূপগঞ্জ ও শেখ জামাল তিন দলই।
তবে রূপগঞ্জ ও শেখ জামাল দৌঁড়ে থাকলেও, শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে কেবল আবাহনীরই। কারন নিজেদের শেষ ম্যাচ জিতলেই শিরোপা জয় নিশ্চিত হবে আবাহনীর। অবশ্য না জিতলেও শিরোপা জয়ের সুযোগ থাকবে আবাহনীর। কারন চ্যাম্পিয়ন হওয়ার দৌঁড়ে থাকা অন্য দু’দল রুপগঞ্জ-শেখ জামালের চেয়ে রান রেটে অনেক এগিয়ে আবাহনী। সেক্ষেত্রে নিজেদের ম্যাচে হেরে গেলেও হারের ব্যবধানটা কম হতে হবে আবাহনীর।
এখন পর্যন্ত ১৫ খেলা শেষে ২২ পয়েন্ট নিয়ে এককভাবে টেবিলের শীর্ষে আবাহনী। সমানসংখ্যক ম্যাচে ২০ করে পয়েন্ট রূপগঞ্জ-শেখ জামালের। রুপগঞ্জকে হারালে ২৪ পয়েন্ট নিয়ে শিরোপা ঘরে তুলবে আবাহনী। আর যদি রূপগঞ্জ জিতে যায় তবে আবাহনীর সমান পয়েন্ট হবে তাদের। সেক্ষেত্রে রান রেট বিবেচনায় আসবে। আর অন্য দিকে খেলাঘরের বিপক্ষে শেখ জামাল জিতলে আবাহনী-রূপগঞ্জের সাথে রান রেটের লড়াইয়ে নামবে জামাল। অবশ্য রান রেটেও সবার চেয়ে বেশ এগিয়ে আবাহনীই।
আবাহনীর রান রেট ০.৮৬৮, রূপগঞ্জের রান রেট ০.৫০৭ ও শেখ জামালের রান রেট ০.২৫১। রান রেটের এমন চিত্রই বলে দিচ্ছে, ম্যাচ কম ব্যবধানে হারলেও রান রেটে এগিয়ে থাকলে শিরোপা আবাহনীর ঘরেই যাবে। আর সহজ সমীকরনে, রূপগঞ্জকে হারালে রান রেটের লড়াইয়ে না গিয়ে জয় দিয়ে শিরোপার স্বাদ পাবে আবাহনী।
তাই জয় দিয়েই শিরোপা নিশ্চিত করতে চাইছেন আবাহনীর অফ-স্পিন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আগামীকালকের ম্যাচ নিয়ে তিনি বলেন, ‘ম্যাচ জিতলেই আমরা চ্যাম্পিয়ন হবো। অবশ্যই টার্গেট থাকবে চ্যাম্পিয়ন হওয়া। আমরাও অনেক সিরিয়াস আছি। আমরা আমাদের শতভাগ দিতে চেষ্টা করবো।’
লিগের শেষ ম্যাচ জয়ের ব্যাপারে আশাবাদি মিরাজ, ‘এটি বাঁচা-মরার ম্যাচ। আমরা অবশ্যই আশাবাদী। সবাই শতভাগ দিতে পারলে ভালো করা সম্ভব। দলে সকলে নিজেদের সেরাটা দিতে পারলে শিরোপা জয় সহজ হবে।’
সাভারের বিকেএসপির তিন নম্বর মাঠে লড়বে আবাহনী-রূপগঞ্জ, মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে শেখ জামাল-খেলাঘর এবং নারায়নগঞ্জের ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ব্যাট-বলের নিরুত্তাপ লড়াই করবে প্রাইম দোলেশ্বর-গাজী গ্রুপ। প্রাইম দোলেশ্বর ১৫, গাজী গ্রুপ ও খেলাঘরের পয়েন্ট সমান ১৪ করে।
আবাহনী-রূপগঞ্জের ম্যাচ সকাল সাড়ে ৯টায় শুরু হলেও অন্য দু’টি ম্যাচ শুরু হবে সকাল ৯টায়।