01/11/2026 ইসলামী আন্দোলন পাচ্ছে ৪০, এনসিপি ৩০ আসন—জামায়াতের জোটে চূড়ান্ত সমঝোতার পথে
odhikarpatra
১০ January ২০২৬ ১৮:৫৫
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে আসন সমঝোতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ের আগেই জোটভুক্ত দলগুলোর মধ্যে আসন বণ্টন চূড়ান্ত করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জোট সূত্রের তথ্য অনুযায়ী, জামায়াত নিজেদের জন্য ১৯০টি আসন রেখে বাকি আসনগুলো মিত্র দলগুলোর মধ্যে বণ্টন করতে যাচ্ছে। এর মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশকে ৪০টি এবং জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ৩০টি আসন দেওয়ার বিষয়ে প্রাথমিক সমঝোতা হয়েছে।
এ ছাড়া
ছাড় দেওয়ার বিষয়েও আলোচনা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।
এর আগে আসন সমঝোতার আলোচনা চলমান থাকলেও জামায়াত ২৭৬টি আসনে এবং ইসলামী আন্দোলন ২৬৮টি আসনে প্রার্থী মনোনয়ন দিয়েছিল। পাশাপাশি এনসিপি ৪৭টি, এবি পার্টি ৫৩টি, বাংলাদেশ খেলাফত মজলিস ৯৪টি, খেলাফত মজলিস ৬৮টি, এলডিপি ২৪টি, খেলাফত আন্দোলন ১১টি, নেজামে ইসলাম পার্টি ৬টি, জাগপা ৩টি এবং বিডিপি ২টি আসনে মনোনয়নপত্র জমা দেয়।
সমঝোতা চূড়ান্ত হলে একটি আসনে জোটের একজন প্রার্থী রেখে অন্যদের মনোনয়নপত্র প্রত্যাহার করা হবে। আগামী ২০ জানুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় এবং ভোট অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি।
সূত্র জানায়, ইসলামী আন্দোলনের সঙ্গে জামায়াতের সাম্প্রতিক একাধিক বৈঠকে ৪০ আসনের বিষয়ে মৌলিক ঐকমত্য হয়েছে। যদিও ইসলামী আন্দোলন আরও কিছু আসন দাবি করছে, যেসব আসনে জামায়াত ও বাংলাদেশ খেলাফত মজলিসের শক্ত প্রার্থী রয়েছেন। জনপ্রিয়তা ও যোগ্যতা বিবেচনায় কিছু আসনে ছাড় দেওয়ার সম্ভাবনাও রয়েছে।
এদিকে এনসিপিকে শুরু থেকেই ৩০ আসনের আশ্বাস দেওয়া হয়েছিল বলে দলটির নেতারা জানিয়েছেন। শনিবার ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক শেষে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, জোটে আসন বণ্টনের বিষয়টি দু–এক দিনের মধ্যেই চূড়ান্তভাবে জানা যাবে।
#জামায়াত #আসন_সমঝোতা #ইসলামী_আন্দোলন #এনসিপি #জাতীয়_সংসদ_নির্বাচন #বাংলাদেশ_রাজনীতি #ElectionPolitics