01/11/2026 মব দমন না হলে সুষ্ঠু নির্বাচন অসম্ভব: জাপা মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী
odhikarpatra
১০ January ২০২৬ ১৯:৫৭
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
মব দমন না করা হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। তিনি বলেছেন, নির্বাচন কমিশনের (ইসি) হাতে ক্ষমতা আছে, কিন্তু সেই ক্ষমতা কার্যকরভাবে প্রয়োগ না করলে পরিস্থিতির উন্নতি হবে না।
শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর নির্বাচন ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা প্রার্থীদের প্রার্থিতা ফিরে পাওয়ার শুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
জাপা মহাসচিব বলেন, “ইসির দাঁত আছে—কিন্তু শুধু দাঁত থাকলে হবে না, দাঁতসহ কামড় দিতে হবে। নির্বাচন কমিশনকে মব দমন করতে হবে।” তার ভাষায়, ইসিকে শুধু আনুষ্ঠানিক দায়িত্ব পালন করলে চলবে না, প্রয়োজনে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনকে পুরো দেশের পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে হবে। পাশাপাশি বর্তমানে দায়িত্বে থাকা সরকারকেও নির্বাচনকালীন আচরণে নিয়ন্ত্রণে রাখতে হবে। মব পরিস্থিতির কারণে জাপার অনেক প্রার্থী মনোনয়নপত্রে থাকা ছোটখাটো ত্রুটি সংশোধনের সুযোগ পাননি বলেও অভিযোগ করেন তিনি।
দলের মনোনয়ন পরিস্থিতি তুলে ধরে শামীম হায়দার পাটোয়ারী জানান, জাতীয় পার্টি থেকে মোট ২৪৪ জনকে মনোনয়ন দেওয়া হয়েছিল। এর মধ্যে ২২৪ জন মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তারা ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন। এর মধ্যে ২৫ জনের বেশি প্রার্থী আপিল করেন। প্রথম দফার আপিল শুনানিতে চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে এবং একটি আবেদন এখনও নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে। বাকি আপিলগুলোর ক্ষেত্রেও ইতিবাচক ফল প্রত্যাশা করছেন তিনি।
প্রসঙ্গত, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন ও প্রত্যাশা—দুটিই ক্রমেই জোরালো হয়ে উঠছে।
#জাপা #শামীম_হায়দার_পাটোয়ারী #মব_দমন #নির্বাচন_কমিশন #জাতীয়_সংসদ_নির্বাচন #১২_ফেব্রুয়ারি_নির্বাচন #বাংলাদেশ_রাজনীতি #Election2026