01/12/2026 ‘ষড়যন্ত্র টিকবে না জানতাম, আমার বিরুদ্ধে মবক্রেসি করা হয়েছে’
odhikarpatra
১১ January ২০২৬ ২২:০৯
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “আমি বিশ্বাস করতাম ষড়যন্ত্র টিকবে না। আমার সঙ্গে বিরোধিতা করার জন্য যেভাবে মবক্রেসি করা হয়েছে, তা শোভনীয় নয়।” রোববার (১১ জানুয়ারি) মনোনয়ন বৈধ ঘোষণার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এর আগে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং কর্মকর্তার দেওয়া মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে মাহমুদুর রহমান মান্নার করা আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন (ইসি) তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।
মাহমুদুর রহমান মান্না অভিযোগ করে বলেন, তাকে ঋণখেলাপি প্রমাণ করতে ব্যাংক থেকে যে চিঠি পাঠানো হয়েছে, সেটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে করানো হয়েছে। তিনি বলেন, “ক্ষমতার জন্য এমন কামড়াকামড়ি গণতন্ত্র হতে পারে না।”
উল্লেখ্য, গত শুক্রবার (২ জানুয়ারি) বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে হলফনামায় তথ্যের গড়মিলের অভিযোগে নাগরিক ঐক্যের সভাপতির মনোনয়ন বাতিল করেন।
এর আগে ঋণখেলাপির অভিযোগ ওঠায় মান্নার নির্বাচনে অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। তবে ২৯ ডিসেম্বর ঋণ পুনঃতফসিল করার পরও ঋণখেলাপির তালিকায় তার নাম থাকায় বিষয়টি নিয়ে করা আবেদনে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিতাদেশ দেন। ফলে নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে তার আইনি বাধা কাটে।
ইসি’র সিদ্ধান্তের মাধ্যমে মনোনয়ন বৈধ হওয়ায় নির্বাচনী দৌড়ে আবারও সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।
#মাহমুদুর_রহমান_মান্না #নাগরিক_ঐক্য #মনোনয়ন_বৈধ
#ত্রয়োদশ_সংসদ_নির্বাচন #ইসি #বাংলাদেশ_রাজনীতি #OdhikarPatra