01/12/2026 একটি বকা, জমে থাকা ক্ষোভ আর লোভে প্রাণ গেল কিশোরী নিলির
odhikarpatra
১১ January ২০২৬ ২৩:৫৯
ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
রাজধানীর বনশ্রীতে একটি বকা, জমে থাকা ক্ষোভ এবং লোভের পরিণতিতে প্রাণ হারাতে হলো দশম শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার নিলি (১৭)-কে। পারিবারিক কাজে বাবা-মা ও স্বজনরা গ্রামের বাড়িতে থাকাকালে নিজ বাসায় হোটেলের কর্মচারীর হাতে গলা কেটে নৃশংসভাবে খুন হন কিশোরী নিলি।
ঘটনাটি ঘটে গত ১০ জানুয়ারি খিলগাঁও থানার দক্ষিণ বনশ্রী প্রধান সড়কের এল ব্লকের ‘প্রীতম ভিলা’ নামের একটি বাসায়। নিহত নিলি রেডিয়েন্ট স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী।
পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, নিলির বাবা মো. সজিবের একটি হোটেল ব্যবসা রয়েছে। পরিবারের সবাই গ্রামের বাড়ি হবিগঞ্জে গেলেও ঢাকায় ছিলেন হোটেলের কর্মচারী মিলন। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত প্রায় ১১টার দিকে খাবার আনতে নিলির বাসায় যান তিনি। এত রাতে আসায় নিলি তাকে বকা দিলে এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়।
নিহতের ভাই শাকিল জানান, ওই রাতের ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওঠে মিলন। পরদিন শনিবার দুপুরে খাবার আনতে এসে বড় বোন ঝুমুর আক্তার শোভা বাসা থেকে বের হলে সুযোগ বুঝে ঘরে ঢুকে বটি দিয়ে নিলির গলা কেটে হত্যা করে সে।
পরে বাসা তছনছ অবস্থায় পাওয়া যায়। ওয়ারড্রব ও বিছানা ভাঙা ছিল। বাসা থেকে পাঁচ ভরি স্বর্ণালংকার, তিন ভরি রুপা এবং নগদ প্রায় পাঁচ লাখ টাকা লুট করে নিয়ে যায় অভিযুক্ত মিলন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, বড় বোন বাসা থেকে বের হওয়ার পর মিলনকে এলাকায় ঘোরাফেরা করতে এবং পরে আবার বাসায় ঢুকতে। কিছু সময় পর তাকে বের হয়ে যেতে দেখা যায়।
নিহতের বাবা মো. সজিব বলেন, মিলন আগে রিকশাচালক ছিল। পরে পরিচয়ের সূত্রে হোটেলে কাজ নেয়। সম্প্রতি সে আবার চাকরিতে যোগ দেয়। তিনি দাবি করেন, মেয়েকে হত্যার পাশাপাশি মিলন বাসা থেকে বিপুল পরিমাণ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছে।
এ ঘটনায় খিলগাঁও থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখনো মূল অভিযুক্তকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মগবাজার এলাকা থেকে মিলনের মা ও ছোট ভাইকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে র্যাব।
মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. হারুন অর রশিদ বলেন, এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। তবে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও আসামি গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।
ক্রাইম প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
#বনশ্রী_হত্যাকাণ্ড #ফাতেমা_আক্তার_নিলি
#কিশোরী_খুন #ঢাকা_অপরাধ
#খিলগাঁও #CrimeNews #OdhikarPatra