01/14/2026 রিকশা–ভ্যানচালকদের কণ্ঠে জীবনের কথা, তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠ মতবিনিময়
odhikarpatra
১৩ January ২০২৬ ২৩:৫৫
রাজধানীর গুলশানে বিএনপির রাজনৈতিক কার্যালয়ে রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাত নয়টার দিকে অনুষ্ঠিত এ সভায় চালকদের পেশাগত সমস্যা, জীবনযাত্রার সংকট ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে খোলামেলা আলোচনা হয়।
বিএনপির মিডিয়া সেল সূত্রে জানা গেছে, গুলশান কার্যালয়ের নিচতলায় চালক নেতাদের বসার ব্যবস্থা করা হয়। তারেক রহমান নিজে প্রত্যেকের কাছে গিয়ে কুশলাদি বিনিময় করেন এবং সরাসরি কথা শোনেন। সভার পরিবেশ ছিল ঘনিষ্ঠ ও আন্তরিক।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জুলাই গণ–অভ্যুত্থানে রিকশা, ভ্যান ও ব্যাটারিচালিত অটোরিকশাচালকদের মধ্যে যাঁরা সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন, মূলত তাঁদেরই এ মতবিনিময় সভায় আমন্ত্রণ জানানো হয়।
সভায় উপস্থিত চালক নেতারা জানান, ক্রমবর্ধমান দ্রব্যমূল্য, আয়–ব্যয়ের অসমতা, সড়কে নানা হয়রানি, লাইসেন্স ও নীতিগত জটিলতা তাঁদের জীবনকে কঠিন করে তুলেছে। পাশাপাশি দেশের রাজনৈতিক অস্থিরতার প্রভাবও তাঁদের পেশা ও জীবিকায় পড়ছে—এ অভিজ্ঞতাগুলো তাঁরা তারেক রহমানের সামনে তুলে ধরেন।
তারেক রহমান মনোযোগ দিয়ে তাঁদের বক্তব্য শোনেন এবং বলেন, সাধারণ মানুষের জীবন ও জীবিকার প্রশ্নেই রাজনীতির মূল দায়িত্ব। তিনি ভবিষ্যতে গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার রক্ষার প্রতিশ্রুতি দেন।
✍️ বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
#তারেকরহমান #BNP #রিকশাচালক #ভ্যানচালক #অটোরিকশা #শ্রমজীবী #বাংলাদেশরাজনীতি #গণতন্ত্র