01/14/2026 রাজধানীতে নিজ বাসায় খুন জামায়াত নেতা—গ্রিল কেটে ঢুকে চুরির সময় হত্যা, পুলিশের ধারণা
odhikarpatra
১৩ January ২০২৬ ২৩:৫৬
রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় গ্রিল কেটে ঢুকে জামায়াতে ইসলামীর এক স্থানীয় নেতাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আনোয়ার উল্লাহ (৬৫) জামায়াতের পশ্চিম রাজাবাজার ওয়ার্ড কমিটির সহসভাপতি ছিলেন। পুলিশের প্রাথমিক ধারণা, চুরি করতে এসে তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উল্লাহ পেশায় হোমিও চিকিৎসক ছিলেন। তিনি রাজাবাজার এলাকার একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, যতটুকু তথ্য পাওয়া গেছে, চুরির উদ্দেশ্যেই দুর্বৃত্তরা বাসায় ঢোকে এবং বাধা পেয়ে আনোয়ার উল্লাহকে শ্বাসরোধে হত্যা করে। তবে এর পেছনে অন্য কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে প্রতিবেশী ও স্বজনেরা বাসার ভেতরে আনোয়ার উল্লাহ ও তাঁর স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেন। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আনোয়ার উল্লাহকে মৃত ঘোষণা করেন। তাঁর স্ত্রী বর্তমানে চিকিৎসাধীন।
বাসার ক্লোজড সার্কিট (সিসি) ক্যামেরার ফুটেজে দেখা গেছে, রাত ২টা ১০ মিনিট থেকে ২টা ২০ মিনিটের মধ্যে দুজন ব্যক্তি গ্রিল কেটে বাসার ভেতরে প্রবেশ করে। প্রায় দুই ঘণ্টা পর তারা একই পথে বেরিয়ে যায়।
নিহতের স্বজনদের বরাতে পুলিশ জানিয়েছে, বাসা থেকে ৮ ভরি স্বর্ণালংকার ও নগদ ৫ লাখ টাকা খোয়া গেছে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও সেক্রেটারি মুহাম্মদ রেজাউল করিম। তাঁরা দ্রুত খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে রাজনৈতিক নেতাদের ওপর এ ধরনের হত্যাকাণ্ড অত্যন্ত উদ্বেগজনক। দ্রুত হত্যার কারণ উদ্ঘাটন ও দায়ীদের শাস্তি নিশ্চিত না হলে অন্তর্বর্তী সরকারের ওপর জনগণের আস্থা ক্ষুণ্ন হতে পারে।
আজ বিকেলে পশ্চিম রাজাবাজার মসজিদ প্রাঙ্গণে জানাজা শেষে আনোয়ার উল্লাহর মরদেহ তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার লাকসামে নিয়ে দাফন করা হয়েছে।
#রাজধানী #খুন #জামায়াত #আনোয়ারউল্লাহ #পশ্চিমরাজাবাজার #চুরি #CrimeNews #BangladeshNews