01/17/2026 আমরা সবাই হাদি হবো—‘যুগে যুগে লড়ে যাব’ স্লোগানে উত্তাল ইসলামী বিশ্ববিদ্যালয়
odhikarpatra
১৬ January ২০২৬ ২১:৩৫
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কুষ্টিয়ায় শহীদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে উত্তাল হয়ে উঠেছে শিক্ষার্থীরা। “আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব”—এমন স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।
শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুম্মা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক ও সংলগ্ন মহাসড়ক প্রদক্ষিণ করে প্রধান ফটকে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশ থেকে আগামী রবিবার প্রশাসন ভবন ঘেরাও কর্মসূচির ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে ইবি শিক্ষার্থী সাজিদ হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার দাবিও জানান তারা।
বিক্ষোভ মিছিলে শিক্ষার্থীদের স্লোগান দিতে দেখা যায়—
“দিন দুপুরে মানুষ মরে, ইন্টেরিম কী করে?”,
“তুমি কে, আমি কে—হাদি হাদি”,
“ইনকিলাব জিন্দাবাদ”,
“হাদি হত্যার বিচার চাই”,
“উই ওয়ান্ট জাস্টিস”,
“আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়ে যাব”।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, এক মাস পেরিয়ে গেলেও শহীদ হাদির হত্যার বিচার না হওয়ায় ক্ষোভ বাড়ছে। একজন বিপ্লবীকে প্রকাশ্যে হত্যা করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা প্রশ্নবিদ্ধ।
তারা অভিযোগ করেন, মামলায় শুধু সরাসরি শুটার ও স্থানীয় একজন রাজনৈতিক ব্যক্তিকে সামনে আনা হলেও এর পেছনের বড় চক্রকে আড়াল করা হচ্ছে। কোন শক্তির কারণে এই বিচার বিলম্বিত হচ্ছে—তা জাতির সামনে স্পষ্ট করার দাবি জানান তারা।
শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন বলেন,
“ইতিহাসে হাজারো হাদি শহীদ হয়েছেন, কিন্তু তাদের চেতনা যুগে যুগে বেঁচে থাকে। আমরা এই বাংলায় কোনো আধিপত্যবাদী শক্তি মেনে নেব না। হাদি হত্যার বিচার আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না।”
সাবেক সহ-সমন্বয়ক তানভীর মন্ডল বলেন,
“খুনি দেশে বা বিদেশে যেখানেই থাকুক—নির্বাচনের আগেই হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে। নইলে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের শান্তিতে থাকতে দেওয়া হবে না।”
তিনি আরও বলেন, সাজিদ হত্যার ছয় মাস পেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন কোনো কার্যকর অগ্রগতি দেখাতে পারেনি। বর্তমান প্রশাসনের মেয়াদেই এই হত্যার বিচার নিশ্চিত করার দাবি জানান তিনি।
ক্যাম্পাস প্রতিনিধি
অধিকার পত্র ডটকম
#হাদি_হত্যার_বিচার #ইসলামী_বিশ্ববিদ্যালয় #ইবি_সংবাদ #ক্যাম্পাস_আন্দোলন #WeWantJustice #CampusProtest #OdhikarPatra