01/18/2026 জামায়াতের দরজা খোলা, তবে ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন সমঝোতার সুযোগ নেই: মামুনুল হক
odhikarpatra
১৮ January ২০২৬ ০০:০২
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
ইসলামী আন্দোলনের সঙ্গে নতুন করে কোনো রাজনৈতিক সমঝোতার সুযোগ আপাতত নেই বলে জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, বোঝাপড়ার ঘাটতির কারণেই দুই পক্ষের মধ্যে দূরত্ব তৈরি হয়েছে এবং নির্বাচনের আগে এ বিষয়ে নতুন কোনো বৈঠকের সম্ভাবনাও কম।
শনিবার রাজধানীর মগবাজার এলাকায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। মামুনুল হক জানান, ইসলামী আন্দোলন জোট থেকে সরে যাওয়ার পেছনে কোনো তৃতীয় পক্ষের চাপ ছিল না। এটি সম্পূর্ণভাবে পারস্পরিক রাজনৈতিক বোঝাপড়ার অভাব থেকেই সৃষ্টি হয়েছে।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলন চাইলে ভবিষ্যতে জোটে ফেরার সুযোগ পেতে পারে এবং সে ক্ষেত্রে তাদের সাদরে গ্রহণ করা হবে। তবে বর্তমান বাস্তবতায় আসন সমন্বয় হবে রাজনৈতিক শক্তি, জনপ্রিয়তা ও মাঠপর্যায়ের অবস্থান বিবেচনা করে।
মামুনুল হক মন্তব্য করেন, রাজনৈতিক জোটের ভেতরে মতপার্থক্য থাকাই স্বাভাবিক। এসব মতভিন্নতা রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমেই মোকাবিলা করা হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, আগামী দিনে ইসলামী দলগুলোর মধ্যে পারস্পরিক বোঝাপড়া তৈরি হলে বৃহত্তর ঐক্যের পথ খুলে যেতে পারে।
বিশ্লেষকদের মতে, এই বক্তব্য আসন্ন জাতীয় নির্বাচনের আগে ইসলামপন্থী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে, যেখানে জোট রাজনীতিতে নমনীয়তা থাকলেও সমঝোতায় শর্ত আরও কঠোর হতে পারে।
বিশেষ প্রতিনিধি, অধিকার পত্র ডটকম
#মামুনুল_হক #জামায়াত #ইসলামী_আন্দোলন #বাংলাদেশ_রাজনীতি #আসন_সমঝোতা #odhikarpatra #বাংলাদেশ_নির্বাচন