01/28/2026 কুবিতে ভর্তি পরীক্ষা শুরু ৩০ জানুয়ারি, মানতে হবে ৯ নির্দেশনা
odhikarpatra
২৭ January ২০২৬ ২৩:২৯
ক্যাম্পাস প্রতিনিধি
কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩০ জানুয়ারি থেকে শুরু হবে। ভর্তি পরীক্ষাকে সুশৃঙ্খল ও স্বচ্ছভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থীদের জন্য ৯টি নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব নির্দেশনা জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান, রেজিস্ট্রার অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন এবং প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল হাকিম।
১. পরীক্ষার্থীরা কোনো অবস্থাতেই বই, কাগজ, ব্যাগ, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ঘড়ি, ক্যামেরা, ট্যাব, এটিএম কার্ড, ব্লুটুথ ডিভাইস, স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না।
২. ওএমআর শিট পাওয়ার পর প্রবেশপত্র অনুযায়ী পরীক্ষার্থীর নাম, পিতার নাম ও মাতার নাম ইংরেজিতে বড় অক্ষরে নির্ধারিত স্থানে লিখে স্বাক্ষর করতে হবে। প্রবেশপত্র, ওএমআর ও উপস্থিতি শিটের স্বাক্ষর অবশ্যই এক হতে হবে।
৩. প্রশ্নপত্র পাওয়ার পর সব পৃষ্ঠা স্পষ্টভাবে মুদ্রিত আছে কি না তা নিশ্চিত করতে হবে। কোনো সমস্যা থাকলে সঙ্গে সঙ্গে পরিদর্শককে জানাতে হবে।
৪. প্রশ্নপত্রের সেট কোড ওএমআর শিটে সংখ্যায় লিখে সংশ্লিষ্ট বৃত্ত ভরাট করতে হবে।
৫. ওএমআর শিটে তিনটি ঐচ্ছিক বিষয়ের মধ্য থেকে নির্বাচিত দুটি বিষয়ের বাম পাশের বৃত্ত ভরাট করতে হবে।
৬. রোল নম্বর বা সেট কোডে কোনো ঘষামাজা বা কাটাকাটি করলে উত্তরপত্র বাতিল বলে গণ্য হবে।
৭. পরীক্ষা চলাকালে কোনো পরীক্ষার্থী কক্ষ ত্যাগ করতে পারবে না। পরীক্ষা শেষে ওএমআর শিট সংগ্রহ না করা পর্যন্ত পরীক্ষার্থীদের আসনে অবস্থান করতে হবে।
৮. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর কাটা হবে।
৯. ওএমআর শিট জমা দেওয়ার আগে উত্তরপত্র ও প্রবেশপত্রের ছবির ওপর পরিদর্শকের স্বাক্ষর রয়েছে কি না তা নিশ্চিত করতে হবে।
কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলাইমান বলেন,
“ভর্তি পরীক্ষা সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। এবার প্রথমবারের মতো কুমিল্লার বাইরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র দেওয়া হয়েছে, যেখানে ৩১ হাজার ৯৯৯ জন পরীক্ষার্থী অংশ নেবেন।”
তিনি আরও বলেন, কোনো ধরনের অনিয়ম বা অসামঞ্জস্যতা দেখা দিলে তা দ্রুত প্রশাসনকে জানাতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
প্রক্টর অধ্যাপক মোহাম্মদ আব্দুল হাকিম বলেন,
“নির্বাচন উপলক্ষে সরকারের নির্দেশনা অনুযায়ী ভর্তি পরীক্ষার দিন অভিভাবকরা গেটের সামনে অবস্থান করতে পারবেন না। তারা খেলার মাঠ ও শহীদ মিনারের আশপাশে অবস্থান নিতে পারবেন।”
তিনি জানান, পরীক্ষার্থীরা ব্যাগ নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারলেও হলের বারান্দায় তা রাখতে হবে। সকাল ১১টার পর কোনো পরীক্ষার্থীকে পরীক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হবে না।
শাহরিয়ার হাসান জুবায়ের