01/29/2026 "পেছন নিয়ে আর কামড়াকামড়ি নয়!" ঢাকা-১৫ আসনে প্রচারণায় নেমে বড় ঘোষণা জামায়াত আমিরের।
odhikarpatra
২৮ January ২০২৬ ১৫:২৬
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, প্রতিশোধ বা বিভক্তির রাজনীতি নয়, বরং ন্যায় ও ইনসাফের ভিত্তিতে একটি আধুনিক ও অগ্রসর বাংলাদেশ গড়তে চায় তার দল।
তিনি বলেন, "পেছন নিয়ে আমরা আর কামড়াকামড়ি করতে চাই না; জাতিকেও বিভক্ত করতে চাই না। আমরা সবাই মিলেমিশে সামনে এগোতে চাই।"
বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে রাজধানীর উত্তর কাফরুল এলাকায় ঢাকা-১৫ আসনে নিজের নির্বাচনী জনসংযোগ শুরুর প্রাক্কালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উত্তর কাফরুল হাইস্কুল প্রাঙ্গণ থেকে তিনি তার এদিনের প্রচারণা শুরু করেন।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতি বার্তা: ঢাকা-১৫ আসনে নিজের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের, বিশেষ করে বিএনপি প্রার্থীর উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, "আমি আমার প্রতিদ্বন্দ্বীদের স্বাগত জানাই।
আসুন ময়দানে আমরা সবাই সুন্দর, ভদ্র ও সুশৃঙ্খলভাবে প্রচার চালাই। আস্থার ভার নিজের হাতে না নিয়ে জনগণের ওপর রাখি। জনগণ যাকে পছন্দ করবে, আমরা সবাই তাকেই মেনে নেব।"
এলাকা নিয়ে মহাপরিকল্পনা: নিজের নির্বাচনী এলাকার সমস্যার কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, এই এলাকায় জলাবদ্ধতা, উন্নত রাস্তাঘাট, মানসম্মত হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়ের অভাব রয়েছে। এমনকি বিনোদনের জন্য পার্ক বা খেলার মাঠও নেই। তিনি জানান, এলাকাটিকে একটি 'আদর্শ এলাকা' হিসেবে গড়ে তুলতে একটি বিশেষ রূপকল্প (Vision) তৈরি করেছেন তিনি।
নির্বাচিত হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়েই এসব সমস্যার সমাধান করবেন বলে প্রতিশ্রুতি দেন।
গণসংযোগে ব্যস্ততা: নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আজ বিকেলে মনিপুর বালিকা উচ্চবিদ্যালয় মাঠে মহিলা সমাবেশে বক্তব্য রাখবেন তিনি।
এরপর মাগরিবের নামাজের পর মিরপুর ১৩ নম্বর ও এশার নামাজের পর মিরপুর ১০ নম্বর এলাকায় পথসভা ও গণসংযোগ করবেন জামায়াত আমির। প্রচারণার শুরুতে স্কুলের শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনায় তিনি অভিভূত হয়েছেন বলেও জানান।
"পেছন নিয়ে আর কামড়াকামড়ি নয়!" ঢাকা-১৫ আসনে প্রচারণায় নেমে বড় ঘোষণা জামায়াত আমিরের।
#JamateIslami #ShafiqurRahman #Dhaka15 #BangladeshElection2026 #PoliticsBD #Adhikarpatra #জামায়াত_আমির #নির্বাচন২০২৬ #ঢাকা১৫ #শফিকুর_রহমান