01/31/2026 মানবিকতায় অনন্য গাউসিয়া কমিটি! কুবি ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীদের জন্য ফ্রি আবাসন ও বাইক সার্ভিসে বাজিমাত
odhikarpatra
৩০ January ২০২৬ ২২:১৮
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে মানবিক সেবার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ, কুবি শাখা।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পরীক্ষার্থী ও অভিভাবকদের ভোগান্তি লাঘবে দিনভর শৃঙ্খলামূলক ও বহুমুখী সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন সংগঠনটির স্বেচ্ছাসেবকরা।
শুক্রবার (৩০ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালে নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টসহ ক্যাম্পাস প্রাঙ্গণে এই কার্যক্রম পরিচালিত হয়।
আয়োজক সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে পদুয়ার বাজার ও কোটবাড়ি বিশ্বরোডের মতো জনাকীর্ণ এলাকায় স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়। যানজট নিরসনে তারা কান্দিরপাড়, টমছম ব্রিজ, আশরাফপুর এবং ভিক্টোরিয়া কলেজ এলাকায় নিরলস কাজ করেন।
বিশেষ করে দূর থেকে আসা শিক্ষার্থীদের জন্য ছেলে ও মেয়েদের পৃথক ও নিরাপদ আবাসনের ব্যবস্থা এবং জরুরি প্রয়োজনে কেন্দ্রে পৌঁছাতে ফ্রি ‘বাইক সার্ভিস’ ছিল চোখে পড়ার মতো।
ভর্তি পরীক্ষা সমন্বয়ক দেওয়ান ইরফান আহমেদ জানান, "কোনো পরীক্ষার্থী যেন আবাসন বা যাতায়াত সংকটে পড়ে পরীক্ষা মিস না করে, সেটিই ছিল আমাদের মূল লক্ষ্য। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরেছি।"
এ বিষয়ে গাউসিয়া কমিটি কুবি শাখার সভাপতি মোহাম্মদ আরমান হোসেন বলেন, "ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্বের অংশ।
গাউসিয়া কমিটি সবসময় মানবিক সেবার মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করে যাবে। আমাদের এই কার্যক্রমে যারা শ্রম দিয়েছেন, তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ।"
উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও কোটবাড়ি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ভিক্টোরিয়া সরকারি কলেজে তথ্য সহায়তা বুথ স্থাপন করে ভর্তিচ্ছুদের সার্বিক গাইডলাইন প্রদান করেছে সংগঠনটি।
জুবায়ের