01/31/2026 সম্পন্ন হলো কুবির ‘এ’ ইউনিটের ভর্তি যুদ্ধ: উপস্থিতির হার কত?
odhikarpatra
৩০ January ২০২৬ ২২:২৩
কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এবারের পরীক্ষায় শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৬৭.৪২ শতাংশ।
শুক্রবার (৩০ জানুয়ারি) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ মোট ২২টি নির্ধারিত কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, ‘এ’ ইউনিটে মোট আবেদনকারীর সংখ্যা ছিল ৪৬,৩৩৬ জন। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৩১,২৪১ জন শিক্ষার্থী।
বিপরীতে অনুপস্থিত ছিলেন ১৫,০৯৫ জন পরীক্ষার্থী, যা মোট সংখ্যার ৩২.৫৮ শতাংশ।
এবারের ভর্তি পরীক্ষার বিশেষত্ব ছিল কুমিল্লা ও রাজশাহী—এই দুই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য পৃথক কেন্দ্র ব্যবস্থা।
কুমিল্লা কেন্দ্রে মোট ২৯,৮২১ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১৯,৪৬৫ জন এবং রাজশাহী কেন্দ্রে ১৬,৫১৫ জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন ১১,৭৭৬ জন।
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন উপস্থিতির হার নিশ্চিত করে জানান, সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।
উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, "গতবারের ধারাবাহিকতায় এবারও আমরা স্বতন্ত্রভাবে ভর্তি পরীক্ষার আয়োজন করেছি। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে ‘এ’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে। আগামী ইউনিটগুলোর পরীক্ষাও যেন একইভাবে সফল হয়, সেজন্য আমরা সবার সহযোগিতা কামনা করছি।"
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের ভর্তি সময়সূচি অনুযায়ী ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা আগামীকাল ৩১ জানুয়ারি সকাল ১১টায় এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা একই দিন বিকেল ৩টায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জুবায়ের