01/31/2026 এক নিমেষেই সব শেষ! কুবির ভর্তি পরীক্ষায় মাত্র কয়েক মিনিটের দেরিতে স্বপ্নভঙ্গ ১১ শিক্ষার্থীর
odhikarpatra
৩০ January ২০২৬ ২২:৩০
কুবি প্রতিনিধি: দীর্ঘদিনের লালিত স্বপ্ন ছিল বিশ্ববিদ্যালয়ে পড়ার, কিন্তু সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই ফিকে হয়ে গেল সময়ের কাছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ‘এ’ ইউনিটের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় নির্ধারিত সময়ের পরে আসায় ৩টি কেন্দ্রে মোট ১১ জন পরীক্ষার্থীর স্বপ্নভঙ্গ হয়েছে।
শুক্রবার (৩০ জানুয়ারি) অনুষ্ঠিত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা চলাকালীন এই বেদনাদায়ক ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কঠোর নির্দেশনার কারণে নির্দিষ্ট সময়ের পর কেন্দ্রে পৌঁছানো শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হয়নি। এর মধ্যে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৫ জন, ক্যান্টনমেন্ট বোর্ড কলেজে ৫ জন এবং কালেক্টরেট স্কুল এন্ড কলেজে ১ জন পরীক্ষার্থী দেরিতে পৌঁছানোর ফলে পরীক্ষা দেওয়ার সুযোগ হারান।
কুমিল্লা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে অংশ নিতে না পারা শিক্ষার্থী গৌরব তার আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘আমি ঢাকা থেকে পরীক্ষা দিতে এসেছি। রাস্তায় তীব্র জ্যাম ছিল, যার কারণে সময়মতো পৌঁছাতে পারিনি। কর্তৃপক্ষকে অনুরোধ করলেও তারা নির্দেশনার দোহাই দিয়ে ঢুকতে দেননি। এতদূর থেকে এসে পরীক্ষা দিতে না পেরে এখন খুব খারাপ লাগছে।’
বিশ্ববিদ্যালয় প্রশাসন আগে থেকেই পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত থাকার ব্যাপারে কড়া নির্দেশনা জারি করেছিল। জ্যাম ও দূরত্বের বিষয়টি বিবেচনায় না নিয়ে নিয়ম রক্ষায় অনড় থাকায় পরীক্ষা হলের বাইরে অনেক শিক্ষার্থী ও অভিভাবককে কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।
এক নিমেষেই সব শেষ! কুবির ভর্তি পরীক্ষায় মাত্র কয়েক মিনিটের দেরিতে স্বপ্নভঙ্গ ১১ শিক্ষার্থীর। 💔🕒
#ComillaUniversity #CoUAdmission #StudentNews #ExamUpdate #Admission2026 #কুবি #ভর্তি_পরীক্ষা #স্বপ্নভঙ্গ #কুমিল্লা_বিশ্ববিদ্যালয় #শিক্ষা_সংবাদ