04/20/2025 ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভা তার আত্মসমর্পণের ব্যাপারে আলোচনা করছেন
Mahbubur Rohman Polash
৭ এপ্রিল ২০১৮ ২১:১৩
ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুইজ ইনাসিও দা সিলভা তার আত্মসমর্পণের ব্যাপারে আলোচনা করছেন। দুর্নীতির মামলায় তার ১২ বছরের কারাদন্ড শুরুর প্রথম দফার নির্ধারিত সময় নাটকীয়ভাবে শেষ হওয়ার পর তিনি এ আলোচনা শুরু করেছেন। শুক্রবার থেকে তারা সাজা শুরুর কথা ছিল।
এদিকে সাও পাওলোর কাছে লুলার নিজ শহর সাও বার্নারদো দো ক্যাম্পোর ধাতুকর্মী ইউনিয়ন ভবনের চারদিকে তার হাজার হাজার সমর্থক অবস্থান নিয়েছে।
লুলার ওয়ার্কার্স পাটির রাজনীতিবিদরা জানান, তিনি সাও বার্নারদো দো ক্যাম্পোতে রাত্রিযাপন করবেন।
আত্মসমসর্পণের সময় শেষ হওয়ায় লুলাকে গ্রেফতার করা নিয়ে তার আইনজীবীরা পুলিশের সঙ্গে আলোচনা করছেন।
কংগ্রেসম্যান কার্লোস জারাতিনি বলেন, ‘পুলিশ ও সাবেক এ প্রেসিডেন্টের আইনজীবীদের মধ্যে এ আলোচনা হচ্ছে। আর এটা দলটি অনুসরণ করছে। বিচারকের প্রতিরক্ষামূলক গ্রেফতার নির্দেশ এড়াতেই এই আলোচনা যাতে পরিস্থিতির অবনতি না ঘটে।