04/18/2025 বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় পৌঁছাতে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে : ধর্মমন্ত্রী
Mahbubur Rohman Polash
৯ এপ্রিল ২০১৮ ১৮:২২
, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদায় আসীন।
তিনি বলেন, ‘২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশের মর্যাদায় পৌঁছাতে হলে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকমুক্ত সমাজ গড়তে হবে। সেজন্য জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের জনগণকে জঙ্গিবাদ, সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে’।
মন্ত্রী
ধর্মমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সংবিধানের অন্যতম মূলনীতি হলো ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতা অর্থ হলো প্রতিটি নাগরিক তার নিজ নিজ ধর্ম অবলম্বন, পালন এবং প্রচারের অধিকার ভোগ করবে। প্রতিটি ধর্মীয় সম্প্রদায় ও উপসম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ এবং ব্যবস্থাপনার অধিকার থাকবে’।
মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠনের পর ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকা- সম্প্রসারণ করা হয়েছে। এক্ষেত্রে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে ৫৬০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিককেন্দ্র নির্মাণ প্রকল্প, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, মন্দিরভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প, ও প্যাগোডাভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্প চালু করা হয়েছে।
তিনি বলেন, এসব প্রকল্পের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা দিয়ে ধর্মীয় মূল্যবোধসম্পন্ন নাগরিক তৈরি করা হচ্ছে। জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদক, বাল্যবিবাহ, যৌতুক, নারীর প্রতি সহিংসতারোধে ধর্মীয় নেতৃবৃন্দকে আরো দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য মন্ত্রী আহ্বান জানান।
আন্তঃধর্মীয় এ সংলাপে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতৃবৃন্দসহ সমাজের সর্বস্তরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।