04/18/2025 দুই ছিনতাইকারীর কারাদন্ড বর্ষবরণ অনুষ্ঠানে
দুই ছিনতাইকারীর কারাদন্ড বর্ষবরণ অনুষ্ঠানে
Mahbubur Rohman Polash
১৪ এপ্রিল ২০১৮ ১৯:১২
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বর্ষবরণ অনুষ্ঠানে ছিনতাই করার অভিযোগে দু’জনকে আটকের পর
এক বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন র্যাব-৩ এর একটি ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্তরা হচ্ছে- সোহেল রানা ও রাসেল আহমেদ। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাবের নির্বাহী ম্যাজিট্রেট সারোয়ার আলম দুই ছিনতাইকারীকে এ কারাদন্ড প্রদান করেন। নির্বাহী ম্যাজিট্রেট সারোয়ার আলম বলেন, আজ সকালে সোহরাওয়ার্দী উদ্যানে একদল সাপুড়েরা সাপের খেলা দেখাচ্ছিল। এ সময় সোহেল রানা ও রাসেল আহমেদ তাদের কাছ থেকে টাকা ছিনতাই করে দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ওই দুই ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। পরে র্যাব-৩ এর ভ্রাম্যমাণ আদালত তাদের দুইজনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়।
প্রধান সম্পাদক: যোগাযোগ: হাশেম ম্যানসন, লেভেল-১, ৪৮-কাজী নজরুল ইসলাম এভিনিউ, তেজগাঁও, ঢাকা-১২১৫ মোবাইল: +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩ ইমেইল: