কোটা পদ্ধতি বাতিলের ঘোষণায় আগামী নির্বাচনে আওয়ামী লীগের জন্য ঝুঁকির কোনও কিছু নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর দেশে একটা সমান্তরাল পরিবেশ সৃষ্টি হয়েছে। সে বিবেচনায় ছাত্রদের দাবির প্রতি সমর্থন জানিয়ে কোটা পদ্ধতি বাতিল করা হয়েছে। এতে আগামী নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।’
’
আওয়ামী লীগের এই নেতা আরও বলেন, ‘একটি দলের একেবারে শীর্ষ নেতা যদি দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে কারাগারে থাকেন, তবে সেই দলের আর অস্তিত্ব থাকে না। জনগণের সঙ্গে কথা বলার কোনও নৈতিক অধিকার থাকে না। বিএনপি ইতোমধ্যে সেই নৈতিক অধিকার হারিয়েছে।’