04/18/2025 চট্টগ্রামে ‘শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Admin 1
১১ মার্চ ২০১৭ ০৭:৫১
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ মার্চ চট্টগ্রামে একটি পানি শোধনাগার প্লান্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। প্লান্টটি প্রতিদিন ৯ কোটি ৩০ লাখ লিটার পানি শোধনে সক্ষম।
প্রধানমন্ত্রী আগামী রোববার বিকেল ৩টায় এখানে চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে শেখ হাসিনা ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট প্রকল্পটি উদ্বোধন করবেন।
চট্টগ্রাম ওয়াটার সাপ্লাই এন্ড স্যুয়ারেজ অথরিটি (সিডব্লিউএএসএ) ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার এ কে এম ফজলুল্লাহ বাসসকে জানান, চট্টগ্রামে ১৯৮৮ সালের পরে কোনো প্রধানমন্ত্রীর এটি হবে প্রথম ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট উদ্বোধন।
চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ নগরবাসীর পানির চাহিদা মেটাতে ২০০৬ সালে এই প্রকল্পটি গ্রহণ করে।
জাপান আন্তর্জাতিক সহায়তা সংস্থার (জাইকা) অর্থ সহায়তায় ২০১০ সালে প্রকল্প কাজ শুরু হয়। গত নভেম্বর মাসে এটি চালু হয়।
ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকল্পটি বাস্তবায়নে সহযোগিতা করার জন্য রাঙ্গুনিয়ার জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রকল্পের পানি ভবিষ্যতে পর্যায়ক্রমে উপজেলায়ও সরবরাহ করা হবে।