04/21/2025 অবশেষে সত্যর জয়হলো পাঁচগাওবাসী তাদের ভোটের অধিকার ফিরে পেল : সাগুফতা ইয়াসমিন এমিলি
Mahbubur Rohman Polash
২০ এপ্রিল ২০১৮ ০০:২৩
টংগিবাড়ী উপজেলাধীন পাচগাও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সর্মথিত চেয়ারম্যান পার্থি
পাঁচগাও ইউনিয়ন আওয়ামীলীগ এর সাধারনসম্পাদক মিঠু মুন্সির পক্ষে ভোট চাইলেন স্থানীয় সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি,
আজ রাজধানীতে স্থানীয় একটি হোটেলে টংগিবাড়ী উপজেলার বিভিন্ন নেত্রিবৃন্দ সহ ঢাকায় বসবাসরত পাঁচগাও ইউনিয়নের ভোটার দের উপস্থিতিতে সাগুফতা ইয়াসমিন এমিলি বলেন অবশেষে সত্যর জয় হলো পাঁচগাওবাসী তাদের দীর্ঘদিনের প্রত্যাসিত নির্বাচন, ভোট দেওয়ার অধিকার ফিরে পেল,
উলেক্ষ্য সাবেক চেয়ারম্যান বিভিন্ন কূটকৌশল অবলম্বন করে নির্বাচন বন্ধ করে রেখেছিল, অবশেষে মহামান্য হাইকোর্ট এর যুগান্তকারী আদেশবলে নির্বাচন ফিরে পায় পাঁচগাও বাসী, এমিলি বলেন পাঁচগাও ইউনিয়নের চেয়ারম্যান অন্যদল হওয়া সত্তেও আমি টংগিবাড়ীর পাঁচগাও ইউনিয়ন এর উন্নয়নকাজ করেগেছি , অথচ চেয়ারম্যান কে কাছে পাইনি বলে অভিযোগ করেন এমলি,
তিনি বলে নিয়ম মাফিক যা বরাদ্দকৃত সরকারী সহায়তা ও সঠিক ভাবে ব্যাবহার করেনি, বরংচ বিভিন্ন মামলা দিয়ে পাঁচগাও বাসীর ভোটের অধিকার বন্ধ করে রেখেছিল, তিনি পাঁচগাও বাসীর উদ্দেশ্য বলেন উন্নয়নকাজ তরান্বিত করতে আওয়ামীলীগ মনোনীত মিঠু মুনসী কে জয়যুক্ত করার বিকল্প নাই
তিনি আহবান যানান আাওয়ামীলীগের বিদ্রোহী পার্থীকে মনোনয়ন পত্যাহার করার । (১৫ই মে অনুষ্ঠিত) পাচগাও ইউনিয়নের ইউপি নির্বাচনকে সামনে রেখে আরো বক্তব্য দেন এডভোকেট সোহানা তাহমিনা, যুগ্ম সাধারণ সম্পাদক - মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ।
জনাব জগলুল হালদার ভূতো, সভাপতি -টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগ।
জনাব ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ,চেয়ারম্যান -টংগিবাড়ী উপজেলা পরিষদ।
জনাব হাফিজ আল আসাদ বারেক, সাধারণ সম্পাদক - টংগিবাড়ী উপজেলা আওয়ামীলীগ।
জনাব মিঠু মুন্সী (প্রার্থী) ,সাধারণ সম্পাদক - পাচগাও ইউনিয়ন আওয়ামীলীগ ও অন্যান্য নেতৃনবৃন্দ।