04/21/2025 প্রধানমন্ত্রী কমনওয়েলথ এ নারী মর্যাদা বৃদ্ধি কারর প্রস্তাব দেওয়ায় দোয়া চাইলেন : এমিলি
Mahbubur Rohman Polash
২০ এপ্রিল ২০১৮ ২০:৩৫
আজ ২০-০৪-২০১৮ ইং রোজ শুক্রবার সকাল ১১ ঘটিকায় লৌহজং ও টঙ্গীবাড়ীর সাধারন মানুষের সাথে দেখা করে তাদের খোঁজ খবর নেন এবং আওয়ামীলীগ সরকারের উন্নয়নের কথা বলেন, নৌকা মার্কায় ভোট চেয়ে বলেন আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য আপনারা দোয়া করবেন আল্লাহ্ যেন তাকে নেক হায়াত এবং শরিল ভালো রাখে।
তিনি আমাদের মা বোনদের উন্নয়ন মূলক কাজে সংপৃক্ত করতে ও, মা বোনদের মর্যাদা বৃদ্ধি যাতে হয় এ জন্য লন্ডন এর কমনওয়েলথ ভুক্ত দেশ গুলোর নারী উন্নয়ন শীর্ষক আলোচনা সভায় এ প্রস্তাব রেখেছেন এবং সেই প্রস্তাব গৃহীত হয়ছে বলে জানান মুন্সীগঞ্জ ২ আসনের সাংসদ অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি ।
গনসংযোগ শেষে টংগিবাড়ী উপজেলার বালিগাও
নুরপুর মাদ্রাসায় আলোচনা সভায় প্রধান অতিথির ববক্তব্য মুন্সিগজ ২ আসনের সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি, মাদ্রাসার ছাত্র শিক্ষক
সকলে কাছে শেখ হাসিনার জন্য দোয়া চেয়ে বলেন শেখ হাসিনা মাদ্রসা শিক্ষাকে আধুনিকায়ন করেছে কওমি মাদ্রাসার শিক্ষাকে তাদের দীর্ঘ দিনের চাওয়া সম অধিকার দিয়েছে এবং বাংলাদেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক মসজিদ কম্পলেক্স নির্মাণ কাজ ইতিমধ্যে শুরুহয়ে গেছে,
এই সরকারের আমলেই ইসলাম ধর্মের প্রসার উন্নয়ন মুলক কাজ বেশী হয়েছে তাই আলেম ওলামাদের তিনি শেখ হাসিনার নৌকায় ভোট দেওয়ার আহবান জানান।
নুরপুর মাদ্রাসায় আরো উপস্হিত ছিলেনঃ
ইঞ্জিনিয়ার কাজী ওয়াহিদ চেয়ারম্যান, টংগিবাড়ী উপজেলা।
এমিলিপারভিন,ভাইস চেয়ারম্যান,
টংগিবাড়ী উপজেলা পরিষদ।
শাহজাহান খান সাজু, সাধারণ সম্পাদক - , উপজেলা আওয়ামী যুবলীগ ও সোহেল।
বি এম রহুল আমীন নান্নু,সভাপতি - বালিগাও ইউনিয়ন আওয়ামীলীগ।
জনাব হাজী মিলন উদ্দিন,সভাপতি ও এইচ এম আজিজুর রহমান,সাঃ সম্পাদক - গাউদিয়া ইউনিয়ন আওয়ামীলীগ।
জনাব রাজিব বাশার, সভাপতি ও শাওন, সাঃ সম্পাদক - উপজেলা ছাত্রলীগ সহ সম্মানিত নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আলহাজ্ব হাসান উদ্দিন।