04/20/2025 ঢাকা মহানগর উওর যুবলীগ সভাপতি বেলজিয়ামে
Mahbubur Rohman Polash
২২ এপ্রিল ২০১৮ ০৪:১৩
রাইসুল ইসলাম রাসেল
আমাদের অধিকার পএ
বেলজিয়াম প্রতিনিধি :
ঢাকামহানগর উওর আওয়ামী যুবলীগ মাইনুল ইসলাম নিখিল ব্যাক্তিগত সফরে বেলজিয়াম এর ব্রাসেলস এ আসেন কিছুদিন পূর্বে তার বড় ভাই বেলজিয়াম আওয়ামীলীগ এর সহ সভাপতি বেলজিয়ামে মৃত্যু বরন করেন ,তিনি তার পরিবারবর্গ এর সাথে দেখাকরার উউদ্দেশ্য বেলজিয়াম গেছেন বলে যানান বেলজিয়াম আওয়ামীলীগ দপ্তর সম্পাদক ও আমাদের অধিকার পএ সম্পাদক রাইসুল ইসলাম রাসেল ,তিনি বলেন যদিও নিখিল ভাই ব্যাক্তিগত কাজে বেলজিয়াম এসেছেন তার পর ও তিনি বেলজিয়াম অবস্থিত বাংলাদেশি মানুষজন এর খোজ খবর নিয়েছেন এবং বেলজিয়াম আওয়ামীলীগ এর সাংগঠনিক অবস্থার প্রশংসা করেন।