04/21/2025 বগুড়ার শেরপুরে লাশবাহী এ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত
Mahbubur Rohman Polash
২৮ এপ্রিল ২০১৮ ০০:২১
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
ঢাকা বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগাবটতলা এলাকায় আজ শুক্রবার দুপুর ১২ টার দিকে লাশবাহী এ্যাম্বুলেন্স ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত হয়েছে।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার ইয়াসিন মোলা জানান, ঢাকা থেকে মরদেহ নিয়ে নওগাঁর উদ্দেশ্যে ছেড়ে আসা অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ-৭১-২৫০৮) উক্ত ঘোগা বটতলায় পৌঁছালে বগুড়া থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী আর এফ এল গ্রুপের ট্রাকের (ঢাকা মেট্রো উ-১৪-২০২৮) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এবং গাড়ি দুটি পার্শবর্তি ধানের জমিতে সিটকে পরে।
এতে ঘটনাস্থলেই দু’জন মারা যান। আহত হন তিনজন। এদের মধ্যে একজন শিশু ও দু’জন নারী। তাদের উদ্ধার করে জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে। হতাহতদের সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী।