10/19/2025 “কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে গাজীপুর সিটি নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করতে রিটার্নিং ”
Mahbubur Rohman Polash
৬ May ২০১৮ ২০:৪৪
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, হাইকোর্টের স্থগিতাদেশের পর গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করতে রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
আগারগাঁয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘গণমাধ্যমে প্রচারিত খবরে জানতে পেরেছি মহামান্য হাইকোর্ট গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত করেছেন। এজন্য নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ রাখতে সেখানকার রিটার্নিং কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।’
গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন তিন মাসের জন্য স্থগিত ঘোষণা করেন হাইকোর্ট। সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত শিমুলিয়া এলাকার এক ব্যক্তির রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আগামী ১৫ মে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন গঠিত। এখানে ভোটার সংখ্যা ১১ লাখ ৬৪ হাজার ৪২৫ জন।