04/21/2025 বগুড়ার শেরপুরে জিংক সমৃদ্ধ ব্রি ধান-৭৪ জাতের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্টিত
Mahbubur Rohman Polash
৭ মে ২০১৮ ২১:২৫
আবু জাহের
শেরপুর(বগুড়া) প্রতিনিধিঃ
হারভেষ্ট প্লাস বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অংশের উদ্যোগে জিংক সমৃদ্ধ ব্রি ধান ৭৪ জাতের প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্টিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার আয়োজনে গতকাল ৭ মে সোমবার দুপুরে উপজেলার সিমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামে উপ সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মাসুদ আলমের পরিচালনায় ও উপজেলা কৃষি অফিসার সারমিন আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার অতিরিক্ত পরিচালক মোঃ মতিয়ার রহমান। বিশেষ অতিথি ছিলনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ পরিচালক প্রতুল চন্দ্র সরকার, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ শামছুল ওয়াদুদ, হারভেষ্ট প্লাস প্রকল্পের এগ্রিকালচারাল এন্ড ডেভেলপমেন্ট অফিসার জাকিউল হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোস্তফা কামাল, মোঃ জহুরুল ইসলাম,মোঃ গোলাম মোস্তফা, মোঃ ফেরদৌস হক, কৃষক কামাল পাশা সহ এলাকার কিষান-কিষানী উপ¯ি’ত ছিলেন।