03/14/2025 তুরস্কের নিন্দায় একজোট হয়েছে ইউরোপীয় নেতারা
Admin 1
১৬ মার্চ ২০১৭ ০৫:৫৩
কয়েকটি ইউরোপীয় দেশের আচরণকে তুরস্ক নাৎসি জার্মানির সঙ্গে তুলনার পর ইউরোপীয় ইউনিয়নের নেতারা কড়া ভাষায় সে দেশের নিন্দা করেছেন।
তুরস্কে যে গণভোট হতে যাচ্ছে তার জন্যে তুরস্কের মন্ত্রীরা জার্মানি এবং নেদারল্যান্ডসে থাকা তুর্কী নাগরিকদের সভায় বক্তৃতা করতে চেয়েছিলেন।
কিন্তু কয়েকটি দেশ এধরনের সভা-সমাবেশ করার অনুমতি না দেয়ার পর তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান তাদের আচরণকে নাৎসি এবং ফ্যাসিস্টদের সঙ্গে তুলনা করেছিলেন।
আর এ নিয়ে গত ক'দিনে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মের্কেল এবং নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী।
বৃহস্পতিবার সেই প্রতিবাদে যোগ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কর্মকর্তারা।
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে লক্ষ্য করে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ ইয়ংকার বলেছেন, বর্তমানের ইউরোপের সাথে তুরস্কের এই তুলনা কোনো মতেই গ্রহণযোগ্য নয়।