04/21/2025 "মান সম্মত শিক্ষা,শেখ হাসিনার দীক্ষা" মিডডে মিল চালুকরণ উপলক্ষে
Mahbubur Rohman Polash
১২ মে ২০১৮ ২২:৩৬
আজ ১২ তেউটিয়া ইউনিয়নের রাউৎগাও ও চরলক্ষিকান্ত সরকারী প্রাথমিক বিদ্যালই মে রোজ শনিবার দুপর ১ টায় লৌহজংয়ে "মান সম্মত শিক্ষা,শেখ হাসিনার দীক্ষা" মিডডে মিল চালুকরণ উপলক্ষে ছাত্র- ছাত্রীদের মাঝে টিফিন বক্স বিতরণ উৎসব সভায় প্রধান অতিথি মুন্সিগঞ্জ ২ আসনের মাননীয় সংসদসদস্য অধ্যাপিকা সাগুফতা ইয়াসমিন এমিলি। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনির হোসেন, লৌহজং,মুন্সিগঞ্জ। বিশেষ অতিথি আঃ রশিদ সিকদার,সাধারণ সম্পাদক-লৌহজং উপজেলা আওয়ামীলীগ। তোফাজ্জ্বল হোসেন তপন, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক,মুন্সিগঞ্জ জেলা আওয়ামীলীগ। জনাব মোজাম্মেল হোসেন, অধ্যক্ষ, লৌহজং কলেজ বিশ্ববিদ্যালয় ও সহঃ অধ্যক্ষ শহীদুল ইসলাম। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা লৌহজং-সাজেদা আক্তার। থানা আওয়ামীলীগ নেতা মনো হাওলাদার,শহীদুল হক মাষ্টার-শিক্ষা বিষয়ক সম্পাদক। কনকসার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মনির হোসেন মোড়ল মাষ্টার। শাহজাহান খান সাজু, সাঃ সম্পাদক ও শাহানা নাসরিন, মহিলা বিষয়ক সম্পাদিকা - উপজেলা যুবলীগ। ওমর ফারুক রাজীব সভাপতি ও শেখ শাওন, সাঃ সম্পাদক,মোঃ সোহাগ লৌহজং উপজেলা ছাত্রলীগ। রাউৎগাও সরকারী প্রাঃ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আব্দুল হান্নান ও চরলক্ষিকান্ত সরঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বেগম মায়া আক্তার। সার্বিক তত্বাবধানে লৌহজং উপজেলা প্রাথমিক শিক্ষাকর্মকর্তা মোঃ আব্দুল কাদের মিয়া।