04/21/2025 তালুকদার আব্দুল খালেক ৬৮ হাজার ভোটে এগিয়ে
Mahbubur Rohman Polash
১৬ মে ২০১৮ ০২:০৭
খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি) নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আব্দুল খালেক প্রায় ৬৮ হাজার ভোট বেশি পেয়ে এগিয়ে আছেন।
খুলনা অফিস জানায়, ২৮৯টি কেন্দ্রের মধ্যে ২৮৬টি কেন্দ্রের বেসসরকারি ফলাফলে তালুকদার আব্দুল খালেক ১ লাখ ৭৬ হাজার ৯০২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত মেয়র প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৯৫৬ ভোট।
উৎসাহ-উদ্দীপনা আর উৎসবমুখর পরিবেশে আজ সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এরপর কেন্দ্রভিত্তিক ভোট গণনা শুরু হয়।
২৮৯টি ভোটকেন্দ্রের মধ্যে তিনটি কেন্দ্রের ভোট গ্রহণ অনিয়মের অভিযোগে স্থগিত করা হয়। কেন্দ্র তিনটি হচ্ছে ইকবাল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, লবণছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হাজি মালেক দারুলসুন্নাহ দাখিল মাদ্রাসা।
নির্বাচনে মেয়র, কাউন্সিলর ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিলিয়ে মোট ১৯১ জন প্রার্থী চূড়ান্ত লড়াইয়ে মাঠে রয়েছেন। মেয়র প্রার্থী ৫ জন, ১৯টি সাধারণ ওয়ার্ডে ১৪৮ জন কাউন্সিলর এবং ১০টি সংরক্ষিত আসনে ৩৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করেন।